সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৬:৪৯

সমুদ্রের তলায় লাখ লাখ টন সোনা!

সমুদ্রের তলায় লাখ লাখ টন সোনা!

এক্সক্লুসিভ ডেস্ক : এক দু’ টুকরো নয়, সমুদ্রের তলায় লুকিয়ে আছে লাখ লাখ টন সোনা। বিশ্বাস না হলেও ঘটনা সত্যি বলে দাবি করেছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। সমুদ্রের অতলে লুকিয়ে আছে বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আরওভি ডিপ ডিসকভার নামে একটি নৌযান পাঠিয়ে এ অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। আটলান্টিক মহাসাগরের গভীরে এ অভিযান চালানো হয়। সমুদ্রের তলায় থাকা সোনার পরিমাণ কম করে হলেও ২ লাখ টন বলে দাবি সংস্থাটির। অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় অন্তত মাইল দু’য়েক ছড়িয়ে আছে সোনার খনি। তাদের দাবি, সমুদ্রের তলায় অন্তত ৩ লাখ ডুবন্ত সোনা থাকতে পারে। যেহেতু সোনা সমুদ্রের নোনাজলে গুলে গেছে, তাই অভিযাত্রীদের অনুমান বিপুল পরিমাণই সোনা পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা পানিতে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ। ভূতের রাজার বর পাওয়ার মতো ঘটনায় হাতে তালি না দিয়ে বরং সমুদ্রের নোনা জল জমান। মিলবে অমূল্য রতন। অমূল্য রতনে পূরণ হবে স্বপ্ন। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে