সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৮:২৭

স্মার্টফোনের অজানা ৭টি তথ্য

স্মার্টফোনের অজানা ৭টি তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক : সবার হাতের নাগালেই এখন স্মার্ট ফোন। তবু ফোন মাঝে মধ্যে বিগড়ে গেলে হতাশ হয়ে যান অনেকেই। তাই হতাশ না হয়ে ফোনকে ভালো রাখতে মেনে চলুন মাত্র কয়েকটা টিপস, যাতে কখনোই স্লো হয়ে যাবে না আপনার ফোন। ব্যাক আপ ব্যাক আপ অপশনকে কখনোই ম্যানুয়ালি রাখবেন না। সব সময় অটোমেটিক করে রাখবেন। কারণ যদি কখনো আপনার ফোন হারিয়ে যায়, তাহলে ফোনের সঙ্গে যেন কখনোই আপনার স্মৃতিও না হারিয়ে যায়। তাই ব্যাকআপের সঙ্গে অটোমেটিক করে রাখা অত্যন্ত জরুরি। এমন অনেকগুলো অ্যাপস পাওয়া যায় সেগুলো আপনার ফটো বা ফাইল ব্যাকআপ করে রাখতে সাহায্য করে। যেমন ড্রপবক্স, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, ফ্লিকার ইত্যাদি অ্যাপসগুলো। নেট অন করার সঙ্গে সঙ্গেই ফটো এবং ফাইলগুলোকে ব্যাকআপ করে ক্লাউড স্টোরে রেখে দেয়, যাতে আপনার ফোন মেমরির পরিমাণ বেড়ে যায়। গুগল প্লে মিউজিক আপনার ফোনে গান রাখার জন্য কেন বেকার টাকা খরচ করবেন! গুগল প্লে মিউজিকে মোট ২০ হাজার গান স্টোর করে রাখা যায়। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য কার্যকরী। কম্পিউটার থেকে পুরো গানের ফাইল এই অ্যাপের মধ্যে লোড করে নিতে পারেন। আপনার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও প্লে মিউজিক থেকে গান শুনতে পারবেন আপনি। স্ক্রিন খালি করুন আপনার ফোনের স্ক্রিন কি ভর্তি হয়ে গেছে? তাহলে কিছুক্ষণ সময় নিয়ে সাজিয়ে নিন স্ক্রিনটিকে। ভর্তি করে রাখলে কখনওই সমস্ত জিনিস ঠিক ঠাক খুঁজে পাবেন না। তাই প্রধান স্ক্রিনে মাত্র ২ থেকে ৩টি সারি রাখুন। যেখানে আপনার সব সময় দরকার লাগে মেওন এবং আপনার পছন্দের কিছু অ্যাপও রেখে দিতে পারেন। এভাবে দরকারের সময় খুঁজে পেতে সম্ভব হবে আপনার। ওয়্যারলেস হটস্পট একটা ওয়্যারলেস হটস্পট কিনে নিতে পারেন। এখন বেশির ভাগ স্থানে ওয়াই-ফাই থাকলেও তার স্পিড অনেক কম থাকলেও থাকতে পারে। তাই নিজের ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আর সেই হটস্পটে পাসওয়ার্ড দেয়া থাকলে আর কেউই সেটা ব্যবহার করতে পারবে না। পরিষ্কার করে নিন মেমরি মেমরি পরিষ্কার করে নেয়া উচিত। প্রতিদিন মেমরি পরিষ্কার করুন। মেমরি যদি পরিষ্কার না করা হয় তাহলে কুকিসে ফোন ভর্তি হয়ে যাবে। তখন দেখবেন আস্তে আস্তে ফোন স্লো হয়ে যাচ্ছে। এর জন্য ব্যবহার করতে পারেন ক্লিন মাস্টার অ্যাপটিকে। অ্যান্টি ভাইরাস ভাইরাস প্রটেক্টর লাগানো খুব দরকারি। এখন কম্পিউটারের থেকে মোবাইলে ইন্টারনেট করেন অনেকেই। নিত্যনতুন অ্যাপের ডাউওনলোডের পালাও চলতে থাকে। তাই যাতে আপনার ফোন কোনোভাবে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে না যায়। সে কারণেই অ্যান্টি ভাইরাস অবশ্যাই লাগিয়ে নিন। ইন্সোরেন্স একদম নয় ফোনের ইন্সোরেন্স কখনোই করবেন না। যদি আপনাকে কেউ ফোনের জন্য অতিরিক্ত ওয়ারেন্টি কিনতে বলেন তাহলে কখনোই কিনবেন না। বরং সেই টাকা একটু করে জমিয়ে রেখে অন্য কোনো কাজ করতে পারেন। অন্য খাতে খরচাও করতে পারেন। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে