সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৭:০০

কম্বলের গ্ল্যামারে লুকিয়ে কাঁদে লেপ!

 কম্বলের গ্ল্যামারে লুকিয়ে কাঁদে লেপ!

এক্সক্লুসিভ ডেস্ক : ঘরে ঘরে শীত। লেপ বাইরে। কয়েক বছর আগেও ছবিটা ছিল এরকম, কিন্তু সেই ট্র্যাডিশন এখন আর কোথায়? লেপের জায়গা দখলে নিয়েছে বাহারি কম্বল। তাই কম্বলের গ্ল্যামারে হেরে লুকিয়ে কাঁদে লেপ! এ বছর তো এখনো পর্যন্ত তা বের করার সুযোগটুকুও হয়নি। কিন্তু লেপ-তোষক বানিয়েই যাদের ঘর-সংসার চলে, এটাই যাদের উপার্জনের পথ, তারা যাবেন কোথায়? শীতের সকালে লেপ মুড়ি দিয়ে বেলা পর্যন্ত ঘুম। তা হওয়ার চান্সটাই তো পুরো মাঠে মারা যাচ্ছে। শীতও নেই, লেপ বেরোবে কীভাবে! তার ওপর এবার বাজারে কম্বল হাজির। তবে একটু একটু করে লেপের গ্রাফ নিম্নগামী। চাহিদা আগের চেয়ে অনেক কম। এমন আক্ষেপ কারিগরদেরই। ট্র্যাডিশন অনুযায়ী এখনো বিয়েতে লেপ-তোশক দেয়া নিয়ম। তাই বিয়ের মৌসুমে একটু-আধটু হয়তো অর্ডার বাড়ে। তাতেও আজকাল ভাগ বসাচ্ছে রংবেরঙের কম্বল। শুধুমাত্র ট্র্যাডিশনের ভরসায় আর কতদিন চলবে? নেক্সট জেনারেশনের কেউই আর লেপ তৈরির কাজে হাত লাগাতে নারাজ। ছেলেমেয়েদের এ পেশায় আনতে চান না তারাও। লাভ কী? ভবিষ্যৎ যে অন্ধকার। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে