মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৭:৩২

বিয়ে করার জন্য যে শপিং মল

বিয়ে করার জন্য যে শপিং মল

এক্সক্লুসিভ ডেস্ক : কেনাকাটার জন্যই আসলে শপিং মল। বাহারি রঙের নানা ডিজাইনের পোশাক পাওয়া যায় শপিং মলে। পাওয়া যায় নানা রুচিশীল পণ্য। কিন্তু শপিং মলে বিয়ে করার জন্য অত্যাধুনিক সব আয়োজন আপনাকে ভাবিয়ে তুলবে। মার্কিন মুলুকের সবচেয়ে বড় শপিং মলের নাম ‘দ্য মল অফ আমেরিকা’। এই শপিং মলের আয়তন ৪৮ লাখ ৮৭ হাজার স্কোয়ার ফুট। মলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে .৫৭ মাইল পথ অতিক্রম করতে হয়। শপিং মলে মোট ৫২০টিরও বেশি শো রুম রয়েছে। অনায়াসে ৭টি বড় বাস্কেটবল স্টেডিয়াম এ মলের ভেতর এঁটে যাবে। ৩২টা বোয়িং ৭৪৭ বিমান এই মলের ভেতর আছে। সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেট্রো/লাইট রেল সরাসরি ঢুকে পড়ে এই বিমানবন্দরের ভেতর। শপিং মল থেকে বার্ষিক ২০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়। এই শপিং মলের প্রতিটি স্টোরে অন্তত দশ মিনিট করে সময় কাটালে পুরো মল ঘুরতে মোট ৮৬ ঘণ্টা সময় লাগে। প্রায় ১১ হাজার লোক কাজ করে এই মলে। ১২ লাখ গ্যালন অ্যাকোরিয়াম আছে। ‘দ্য মল অফ আমেরিকা’য় বিয়ে করার জন্য চ্যাপেল অফ লাভ বা বিশেষ জায়গার ব্যবস্থা রয়েছে। বছরের সাত হাজারেরও বেশি বিয়ে হয় এই মলে। তবে শপিং মলে কোনো হিটিং সিস্টেম বা এসি নেই। ১৯৯২ সালে এই মল তৈরি করতে ৬৫ লাখ মিলিয়ন ডলার খরচ হয়। মলটি আয়তনে আরো বাড়ানো হচ্ছে। খরচ হচ্ছে আরো প্রায় ৩৩ লাখ মিলিয়ন ডলার। মলের দশজন ক্রেতার মধ্যে চারজনই পর্যটক। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে