বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:০১:৩০

আজব এটিএম, কার্ড দিলেই টাকা দ্বিগুণ!

আজব এটিএম, কার্ড দিলেই টাকা দ্বিগুণ!

এক্সক্লুসিভ ডেস্ক : স্বপ্ন মনে হলেও স্বপ্ন নয়, একবারে ঘোর বাস্তব। এমন এটিএম স্বপ্নে পাওয়া যায় বলেই এতদিন ধারণা ছিল। কিন্তু পাল্টে গেল সেই স্বপ্ন। ভারতের রাজস্থানে এমন একটি এটিএমের সামনে বুধবার ছিল গ্রাহকদের লম্বা লাইন, ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি। তবে এমন এটিএম কেন পাড়ায় পাড়ায় থাকে না, সে প্রশ্ন উঠতেই পারে। রাজস্থানের সিকার জেলার অজিতগড়ে বুধবার অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএমে কার্ড দিলেই দ্বিগুণ টাকা বেরিয়ে আসতে শুরু করেছিল। এ খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মজার কথা, দ্বিগুণ টাকা মেশিন থেকে বেরোলেও সমপরিমাণ টাকা কিন্তু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছিল না। খবরটি পৌঁছে যায় পুলিশে। সঙ্গে সঙ্গে এটিএমটি সিলগালা করে দেয় পুলিশ। অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণেই এ অবস্থা। যেসব গ্রাহক দ্বিগুণ টাকা পেয়েছেন, তাদের বাড়তি টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সূত্র : এবেলা ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে