বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৬:৩১

বানর চালায় বাস!

বানর চালায় বাস!

এক্সক্লুসিভ ডেস্ক : বানরের ইতরামি নতুন নয়, একেক সময় একেক ধরনের ইতরামির খবর জানা গেছে। কিন্তু কখনো কি শুনেছেন, বাস চালিয়েছে বানর? না শুনলেও এবার ঘটেছে এমনই ঘটনা। ক্লান্ত বাসচালক একটু নিদ্রা গিয়েছিলেন কিছু সময়ের জন্য। আর সেই ফাঁকে বাসে উঠে ইঞ্জিন চালিয়ে দিল বানরটি। ইঞ্জিনের শব্দ শুনে চমকে ঘুম ভাঙে চালকের। ড্রাইভারের কেবিনে ছুটে যান বানরটিকে তাড়াতে। কিন্তু ততক্ষণে গিয়ারে চাপ দিয়ে দেয় বানরটি। এতে বাসটি চলতে শুরু করে। চালকহীন বাসটিকে চলতে দেখে বাসস্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন সংস্থার (ইউপিএসআরটিসি) বাসটি শেষপর্যন্ত দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে ধাক্কা মারে। কোনোক্রমে ইঞ্জিনের হাল ধরে বাসটি নিয়ন্ত্রণে আনেন চালক। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাস। এ কথা জানিয়েছেন ইউপিএসআরটিসির রিজিওনাল ম্যানেজার এস কে শর্মা। তিনি জানান, সংস্থার বাসস্টপ ও ওয়ার্কশপগুলোতে বানরের উপদ্রব চরম পর্যায়ে পৌঁছেছে। গাড়ি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা বাসগুলোতে চড়ে শাখামৃগরা অনেক সময়ই সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে। তিন বছর আগে বানরগুলোকে তাড়াতে পৌরসংস্থার সাহায্য নিয়েছিল ইউপিএসআরটিসি। কিন্তু তাতে বানরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া গেলেও আবার ফিরে এসে উপদ্রব চালাচ্ছে। উল্লেখ্য, এর আগে ভারতের প্রেসিডেন্ট ভবনে বানরের উপদ্রবে কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রেসিডেন্ট ভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে সহায়তা চাওয়া হয়েছিল। খাবারের লোভে প্রতিদিন শ’খানেক বানর হানা দিচ্ছিল প্রেসিডেন্ট ভবনে। বানরগুলো গাছ থেকে নেমে মানুষের কাছাকাছি চলে আসছিল। অনেক সময় ভাঙচুরও করছে। এসব বানরকে কীভাবে খাবার সরবরাহ করা হবে তা নিয়েও আলোচনা চলছিল। বানরের উপদ্রব থেকে পরিত্রাণ পেতে প্রেসিডেন্ট ভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে চিঠিও দেয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, ফাঁদ পেতে বানর ধরে বিভিন্ন বনে অবমুক্ত করে দেয়া হবে। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে