বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫১:৩২

পৃথিবী ধ্বংস হওয়ার আগমুহূর্ত!

পৃথিবী ধ্বংস হওয়ার আগমুহূর্ত!

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। একদিন পৃথিবী যে ধ্বংস হবে এটা চিরন্তন সত্য। তবে কখন ধ্বংস হবে মহান সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা চিত্রপট সর্বদা আমাদের মাঝে জাগরুক। আমরা সবাই জানি, এই সুন্দর পৃথিবী একদিন আর থাকবে না। ধর্মতাত্ত্বিক ইতিহাসে সর্বশেষ যে ধ্বংসযজ্ঞের কথা জানা যায় তা হলো, নূহ নবীর আমলে ভয়ঙ্কর বন্যায় সর্বত্র ডুবে যাওয়া। যদিও আজঅবধি জ্ঞানভিত্তিক মানবসভ্যতা এমন বিপর্যয়ের মুখোমুখি হয়নি। কিন্তু পৃথিবীতে এমন কিছু শিল্পী আছেন যারা পৃথিবী ধ্বংসের রূপকল্পনা নিজেদের মতো করে রচনা করে যাচ্ছেন। একেক সময় একেক বার্তা দিচ্ছেন তারা। নিউইয়র্কভিত্তিক আলোকচিত্রী স্টিভ ম্যাকঘি তার আলোকচিত্র দিয়ে তৈরি করেছেন এমন কিছু দৃশ্যপট যা দেখে পৃথিবী ধ্বংসের ঠিক আগমুহূর্তের চিত্র অনুধাবন করা যায়। নিউইয়র্কের বিশাল সব দালান থেকে শুরু করে কোনোকিছুই বাদ যায়নি শিল্পীর মনের পরিকল্পনা থেকে। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে, শিল্পী ম্যাকঘি তার কাজে মানবিকতাকে ঠাঁই দিয়েছেন সূক্ষ্ণ বিচারে। তার তৈরি করা আলোকচিত্রগুলো দেখলে মনে হবে, সেখানে বস্তুজগতের বিপর্যয় দেখানো হলেও প্রকৃতি জগতের কোনো বিপর্যয় দেখানো হয়নি। তিনি ধ্বংস দেখানোর খাতিরে কোনো মানুষকে হত্যা করেননি। উল্টো ধ্বংসস্তুপের মাঝে মানুষ বিপন্ন সভ্যতাকে অবলোকন করছেন এমন দৃশ্যপট ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। সৃষ্টির সেরা যে মানুষ, সেই উপলব্ধি থেকে ম্যাকঘি আমাদের সামনে এক নতুন দৃশ্যপট হাজির করেছেন। তবে এ কথা কারো অস্বীকার করার উপায় নেই যে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তার হুকুমেই আবার পৃথিবী ধ্বংস হবে। অবশ্য গবেষকরা নিজেদের মত করে পৃথিবী ধ্বংসের আলামত দেখাতে চান। একেক সময় একেক বার্তা দিয়ে থাকেন। এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে