মানুষ নয়, এবার কারাগার পাহারা দেবে কুমির
এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ নয়, এখন কারাগার পাহারা দেবে ভয়ংকর কুমির। মাদক পাচারকারীদের জন্যই এই অভিনব জেলের কথা ভাবা হচ্ছে। এই ব্যতিক্রমি কারাগার তৈরির চিন্তা ভাবনা করছে ইন্দোনেশিয়ার মাদিক বিরোধী সংস্থা। তাদের পরিকল্পনা মতে, কারাগার পাহারা দেয়ার জন্য মানুষের প্রয়োজন হবে না, কুমির এবং পিরানহাই কাজটা করবে। কারাগারের চারপাশ দিয়ে পরিখা খুঁড়ে সেখানে ছেড়ে দেয়া হবে ভয়ানক সব কুমির এবং পিরানহা।
ইন্দোনেশিয়া সম্প্রতি মাদক পাচারের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ হাতে নিয়েছে। মাদক পাচারকারীদের জন্য তাদের মৃত্যুদণ্ডের আইন আছে, কিন্তু তাদের কারাগারের অনেক নিরাপত্তা রক্ষীরাও দুর্নীতিবাজ। এদের মধ্যে অনেকে আবার আসামিদের মাদক সরবরাহ করে থাকেন। কাজেই এই নতুন ধরনের কারাগার তাদের বাধ্য হয়ে তৈরির কথা ভাবছেন।
২০১৫ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক চাপের মুখে ইন্দোনেশিয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর সাময়িক বন্ধ রেখেছে এবং সম্ভবত বিকল্প হিসেবেই এই কুমির কারাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
২৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�