আকাশে আংটি পাঠিয়ে বিয়ের প্রস্তাব!
এক্সক্লুসিভ ডেস্ক : নানাভাবে বিয়ের প্রস্তাব দেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে ঘটকের সহায়তা নেয়া হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাধ্যমেও বিয়ের প্রস্তাব পাঠানো হয়। আবার টেলিফোন-মোবাইল, ইমেইল বা ফেসবুকের মাধ্যমেও প্রস্তাব দেয়া হয়। তবে কখনো কি শুনেছেন, আকাশে আংটি পাঠিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়ার কথা? না শুনে থাকলেও এবার ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা।
কানাডার তরুণ শন রাইটের এমন বিয়ের প্রস্তাব এক নতুন মাত্রা যোগ করেছে। তার হবু স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য এনগেজমেন্ট রিংকে আকাশে ৩০ কিলোমিটার উচ্চতায় পাঠান। ২৯ বছর বয়সী এ যুবক গত বছরের অক্টোবরে নববধূ মারলিয়েন স্টিফেনসনকে স্পেনে একটি বিস্ময় ট্রিপে নিয়ে গিয়ে সমুদ্র সৈকতে পূর্ণিমা রাতে বিয়ের প্রস্তাব দেন। তার প্রস্তাবে স্টিফেনসন তা গ্রহণ করেন।
তিনি স্টিফেনসনকে আসল এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে প্রতীকীস্বরুপ অন্য একটি রিং দিয়েছিলেন। তার ইচ্ছা, আসল এনগেজমেন্ট রিংটি সারপ্রাইজ হিসেবে কোনো বিশেষ পদ্ধতিতে স্টিফেনসনের সামনে উপস্থাপন করবেন তিনি।
শন রাইট বলেন, আমার কাছে আসল এনগেজমেন্ট রিংটি তার হাতে পরানোটাকে যথেষ্ট ভালো কোনো উপায় মনে হচ্ছিল না। আমি আসলে আরো বড় কিছু করতে চাচ্ছিলাম। আমি এটিকে মহাশূন্যের মতো কোনো একটি স্থানে নিয়ে যেতে চেয়েছিলাম। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে আমি মাসের পর মাস গবেষণা করেছি।
পরবর্তীতে এ তরুণ তার নতুন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ একটি বেলুনের সঙ্গে কাঠের পাটাতন যোগ করে তার ওপর এনগেজমেন্ট রিংটি রেখে আকাশে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যান। সেই মুহূর্ত ধারণ করে বিশেষ বেলুনটির সঙ্গে যুক্ত থাকা গোপ্রো ক্যামেরা।
এরপর তিনি সেই ভিডিওসহ আসল এনগেজমেন্ট রিংটি স্টিফেনসনের সামনে উপস্থাপন করেন। শন রাইট বলেন, স্টিফেনসন প্রথমে এটা দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। প্রথমে সে বুঝতে পারেনি যে, সে কী দেখছে।
ভিডিওটি ইউটিউবে সম্প্রতি তিনি আপলোড করেছেন। এরই মধ্যে হাজার হাজার মানুষ তা দেখেছে। আমি এটি শেয়ার করতে পেরে খুব খুশি বলে জানান রাইট। আমি চাই, আরো অনেকে একে অপরকে নির্ভয়ে ভালোবাসুক।
তথ্যসূত্র : গ্লোবাল নিউজ
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�