রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:২২:৫৩

যে ফোনের জন্য অপেক্ষায় ভারত

যে ফোনের জন্য অপেক্ষায় ভারত

এক্সক্লুসিভ ডেস্ক : স্যামসাং গ্যালাক্সি এ নাইন মোবাইল ফোনটি সম্প্রতি চিনের বাজারে ছাড়া হয়েছে। ফুল এইচ ডি ৫.৫ ইঞ্চি স্ক্রিন আর ৩ জিবি র‌্যাম। জায়ান্ট স্ক্রিন, জায়ান্ট ব্যাটারির এ মোবাইল ফোনটি শুধু ফোন নয়, ভিডিও দেখা কিংবা গেমস— সবই আরও মজার, আরও উপভোগের। এ ফোনটি চিনের বাজারে দারুণ হৈ চৈ ফেলে দিয়েছে। এর ফলে এই ফোনটি নিয়ে বর্তমানে বেশ আগ্রহি হয়ে উঠেছে ভারতও। ভারতের অনেকেই মুখিয়ে আছেন স্যামসাং গ্যালাক্সি এ নাইন'র জন্য। ছবি তোলার জন্য অন্য ফোনকে হারাতে তৈরি করা হয়েছে স্যামসাং-এর এই নয়া ফোন। এই অ্যান্ড্রয়েড ললিপপ ফোনের রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। আরও মজার হল এই ফোন দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ডিংও করতে পারবে। স্যামসাং কর্তৃপক্ষের দাবি, এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এর ব্যাটারি। গ্যালাক্সি এ নাইনে থাকছে ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পেয়ার লি-অন ব্যাটারি। যা দেবে অনেকক্ষণ সচল রাখার শক্তি। তবে নতুন এই ফোনকে দেখতে গ্যালাক্সি এ ফাইভ, এ সেভেনের মতোই। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে