রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:০০:২৯

জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে সেলফি!

জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে সেলফি!

এক্সক্লুসিভ ডেস্ক : সেলফি তোলা একটি মানসিক রোগে পরিণিত হয়েছে। এমনটা বলছেন এখন অনেকেই। জীবনের ঝুকি নেয়েও অনেকে এই সেলফি তুরে থাকেন। যা বিস্ময়করই বটে। আর এবার আগ্নেয়গিরির খুব কাছে দাঁড়িয়ে সেলফি তুলে তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিলেন জর্জ কুরোনিস। লাইফটাইম এক্সপেরিয়েন্স করতে চেয়েছিলেন তিনি। একেবারে কাছ থেকে দেখতে চেয়েছিলেন, আগ্নেয়গিরি কেমন লাগে। উৎসের ধার থেকে প্রায় ৪০০ মিটার নেমে আগ্নেয়গিরির একেবারে কাছে চলেও গিয়েছিলেন জর্জ কুরোনিস। আর সেখানে দাঁড়িয়ে তুললেন সেলফি। ব্যাকগ্রাউন্ড? টগবগ করে ফুটতে থাকা সিঁদুরে লাভা। পেশায় জর্জ ‘স্টর্ম চেজার’। অর্থাৎ, ঝড়কে ধাওয়া করে বেড়ান। তাদের গতিবিধি থেকে শুরু করে অভ্যাস, সবই জর্জের নখদর্পণে। কিন্তু দীর্ঘদিন ধরেই আগ্নেয়গিরির আকর্ষণ তাড়া করে বেড়াচ্ছিল। সহ-অভিযাত্রী এবং ক্যামেরাম্যান স্যাম কসম্যানকে নিয়ে বেরিয়ে পড়েন। সাউথ প্যাসিফিকের ভানাউতু দ্বীপপুঞ্জে একটি জীবন্ত আগ্নেয়গিরির সামনে উপস্থিত হন দু’জন। জর্জ এত কাছে চলে গিয়েছিলেন যে, তার বিশেষ ভলক্যানো স্যুটে এসে লাভা ছিটকে লাগে। কুরোনিস বলেছেন, ‘লাভার ঝরনার পাশে আমাকে একটা রুপোলি বিন্দুর মতো দেখাচ্ছে। ভয় করছিল, যদি কিছু হয়ে যায়!’ ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে