রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৩:১২

আপনি কি ‍শুধু ‘খাই খাই’ করেন?

আপনি কি ‍শুধু ‘খাই খাই’ করেন?

এক্সক্লুসিভ ডেস্ক: আপনি কি পেটুক? সারাক্ষণই মনটা খালি ‘কী খাব’, ‘কী খাব’ করে? আপনি অবসাদে ভুগছেন না তো? ইয়েল ইউনিভার্সিটির এক দল গবেষক জানাচ্ছেন ‘খাই খাই’ করা হতে পারে অবসাদ ও উত্কণ্ঠার লক্ষণ। গবেষক রোনাল্ড ডুম্যান জানাচ্ছেন, খাই খাই করার প্রবণতা বাড়ায় হাই-ফ্যাট খাবার খাওয়ার প্রবণতা। যার ফলে ক্রনিক স্ট্রেস, অবসাদ, হজমে গণ্ডগোলের মতো সমস্যা দেখা দেয়। এর ফলেই ক্রমশ বাড়ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ‘নিউরোফার্মারকোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা ফল। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে