আন্তর্জাতিক ডেস্ক : লাস্ট মিল মানে শেষ খাবার। বিশেষ করে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের ফাঁসির আগে শেষ খাবারের ইচ্ছা সম্পর্কে জানতে চাওয়া হয়। দণ্ডিতদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাদের শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। তেমনই শেষবারের মতো তারা কী খেতে চায়, সেটাও জানার একটা রীতি রয়েছে। সেটাই তাদের লাস্ট মিল। এবার জেনে নিন ফাঁসির আগে যা খেতে চেয়েছিলেন বিশ্ববিখ্যাত ব্যক্তি সাদ্দাম হোসেন।
জীবনের শেষ ছ’মাস বাগদাদের জেলে কেটেছিল ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টের। সাদ্দামের উপরে নজরদারির দায়িত্বে ছিলেন আমেরিকার ৫৫১তম মিলিটারি পুলিশ কোম্পানির জনা ১২ সদস্য। ২০০৬ সালে ফাঁসি হয় তার। সাদ্দাম শেষবারের মতো খেতে চেয়েছিলেন, মাংস-ভাত এবং এক কাপ মধু জল।