গ্রামের ছেলেটির উদ্ভাবনে গোটা বিশ্বের কপালে ভাঁজ
এক্সক্লুসিভ ডেস্ক : গ্রামের ছেলেটির তাক লাগানো উদ্ভাবন, যা শুনলে আপনি অবাক হবেন। ভারতের বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে বসে পরিবেশ বাঁচানোর পরিকল্পনা করেন তিনি।
সৌরশক্তি-চালিত বাইক বানিয়ে ফেলেন সেই যুবক। পাঁচ চাকার বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। নিজের তৈরি সৌরচালিত বাইক চালাচ্ছেন সৌরভ কর্মকার।
গোটা বিশ্বের কপালে ভাঁজ ফেলেছে গ্লোবাল ওয়ার্মিং। দেশ নেতারা তাকে নিয়ে সম্মেলনের পর সম্মেলন করছেন। অরবিন্দ কেজরীবাল জোড়-বিজোড়ের হিসেব কষছেন। কিন্তু তার থেকে অনেক দূরে, বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে বসে পরিবেশ বাঁচাতে সৌরশক্তি-চালিত বাইক বানিয়ে ফেলেন এক যুবক।
সবাইকে তাক লাগিয়ে দিয়ে সেই বাইক নিয়ে রাস্তায় ঘুরছেন ছাতনার বাসিন্দা সৌরভ কর্মকার।
এবেলার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
পরিবেশ বাঁচানোর লড়াইয়ে সৌরশক্তির মতো অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর জোর দেয়ার চেষ্টা চলছে অনেকদিন ধরেই। এবার সেই শক্তিকে পরিবহনের কাজে লাগাতে মাঠে নেমেছেন ছাতনা গ্রামের সৌরভ।
পেশায় একটি বেসরকারি কারখানার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি।
বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর সৌরশক্তি-চালিত বাইক তৈরির ভাবনা মাথায় আসে তার।
অবশেষে সফলও হন তিনি। এখন যে বাইক তিনি চড়েন, তাতে চালক ছাড়াও দু’জন বসতে পারেন। পাঁচ চাকার বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। রোদ ঝলমলে দিনে একটানা যেতে পারে ৪০ কিলোমিটার। সামান্য বিরতি পেলে আবার ছোটে।
তার বাইকটি এখন এলাকার রীতিমত আলোচনার বিষয়বস্তুতে। সৌরভ কর্মকারের লক্ষ্য, বাইকের গতি আরো কিছুটা বাড়ানো। তার সঙ্গে একটানা চলার ক্ষমতাও বাড়াতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন।
স্বপ্ন থামাননি সৌরভ। আগামী দিনে এ ফর্মুলা কাজে লাগিয়ে বড় গাড়ি তৈরি করতে চান তিনি। সে কাজে অনেকটা এগিয়েছেন বলেও জানিয়েছেন।
কিন্তু খরচের কথা ভেবে আটকে যাচ্ছেন তিনি। বলেন, সরকারি বা বেসরকারি কোনো ধরনের সাহায্য পেলে একদিন রাস্তায় সৌরশক্তি-চালিত বাস-ট্রাক ছোটাবেন তিনি।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�