শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১০:৫৭:০৪

৮০ টাকা কমলো কেজি প্রতি কাঁচা মরিচের দাম

 ৮০ টাকা কমলো কেজি প্রতি কাঁচা মরিচের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, দাম কমেছে কেজিতে প্রায় ৮০ টাকা।

মাত্র দুই দিন আগেও যেখানে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছিল ২৫০ টাকায়, সেখানে বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজিতে।

আমদানিকারক প্রতিনিধি রাজু হাসান জানান, চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ হঠাৎ করে কমে যায়, এতে বাজারে মরিচের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সরকার দ্রুত আমদানির অনুমতি দিলে বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিনে দুই ট্রাক মরিচ এলেও আজকে প্রথম আমাদের চালান এসেছে, চাহিদাও ভালো।’

আরেক আমদানিকারক প্রতিনিধি রাশেদ জানান, আমদানির প্রথম দিনে দুটি ট্রাকে কাঁচা মরিচ এসেছে। আর শনিবার দুপুর পর্যন্ত ভারত থেকে এসেছে মোট পাঁচ ট্রাক কাঁচা মরিচ। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা বন্দর এলাকায় ভিড় করছেন কাঁচা মরিচ কিনতে।

হিলিতে কাঁচা মরিচ কিনতে আসা পাইকারি বিক্রেতা জাহিদ ইকবাল রানা বলেন, ‘আজ হিলি বন্দরে এসে এক ট্রাক কাঁচা মরিচ কিনেছি, পাঠাবো ঢাকায়। আমদানিকারকরা প্রতি কেজি ১৪০ টাকা করে দাম চাচ্ছেন। গুণগত মান খুব ভালো, গত বৃহস্পতিবারও এই মরিচের দাম ছিল ২০০ টাকার বেশি।’

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, ‘কাঁচা মরিচ পচনশীল পণ্য হওয়ায় আমদানি পরবর্তী শুল্কায়ন কার্যক্রম দ্রুত শেষ করে ছাড় দেয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রথম দিন ২টি ট্রাক এবং শনিবার দুপুর পর্যন্ত মোট ৫টি ট্রাকে প্রায় ৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। প্রতি কেজিতে সরকার শুল্ক পাচ্ছে ৩৭ টাকা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে