বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ০৬:০৭:২২

মাসে প্রায় ২২ কোটি ভারতীয় রুপি আয় করলেও যে কারণে কঠিন শাস্তি হয়েছিল সালমানের!

মাসে প্রায় ২২ কোটি ভারতীয় রুপি আয় করলেও যে কারণে কঠিন শাস্তি হয়েছিল সালমানের!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান। একসময় অর্থাভাবে দিন পার করলেও বর্তমানে তিনি বি-টাউনের অন্যতম ধনী। মাসে প্রায় ২২ কোটি ভারতীয় রুপি আয় করেন এ অভিনেতা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সালমান ছোটবেলায় স্কুলের বেতন দিতে পারেননি।

এ জন্য স্কুলের প্রিন্সিপাল তাকে কঠিন শাস্তি দিয়েছিল। সালমানের স্কুলের বেতন জোগাড় করতে বেশ হিমশিম খেতে হয়েছিল তার বাবা সেলিম খানকে। বছর খানেক আগে কপিল শর্মার শোতে এসে এসব তথ্য জানিয়ে ছিলেন সালমান খান।

বলিউড ভাইজান বলেছিলেন, বাবা একদিন স্কুলে গিয়ে দেখেন, আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাবা জানতে চাইলেন, ওখানে কী করছি? আমি বললাম, কিছুই না। তখন আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম। প্রিন্সিপাল বাবাকে জানান, স্কুলের ফি দেওয়া হয়নি। তাই আমাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

এরপর অভিনেতার বাবা প্রিন্সিপালকে বলেন, ওর স্কুলের বেতন দেওয়ার জন্য আমি আছি। এ মুহূর্তে আমি অর্থাভাবে দিন কাটাচ্ছি। শাস্তি দেওয়ার হলে আপনি আমাকে দিন। 

ছোট বেলা থেকেই বাবা-মায়ের ভীষণ কাছের সালমান খান। কোটিপতি হয়েও এখনো বাবা-মাকে নিয়ে একই ছাদের নিচে থাকছেন তিনি। একসঙ্গে থাকা প্রসঙ্গে সালমান বলেন, আমি বান্দ্রার ওই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকতে পছন্দ করি। কারণ ওখানে এখনো আমার বাবা-মা থাকেন। ছোট থেকে যে জায়গায় বড় হয়েছি, সে স্মৃতি থেকে আলাদা হতে চাই না।

বলিউড ভাইজানের পুরো নাম আবদুর রশিদ সেলিম সালমান খান। ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে