সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:১৮

এটিই বিশ্বের সবচেয়ে বড় ছাতা

এটিই বিশ্বের সবচেয়ে বড় ছাতা

এক্সক্লুসিভ ডেস্ক : ছাতা সচরাচর সব দেশেই দেখা যায়।  রোদ-বৃষ্টি থেকে নিজেকে নিরাপদে রাখতে ছাতা ব্যবহার করা হয়।  এদিকে থেকে এটি অন্যতম অবলম্বন।  বিভিন্ন সাইজের ছাতা পাওয়া যায়।  আবার বিভিন্ন রঙেরও হয়ে থাকে।

বর্ষাকালে ঘরের বাইরে বের হলে প্রায় সবার হাতেই ছাতার দেখা মেলে।  ছাতা থাকলে শরীরকে বৃষ্টি বা রোদের তীব্রতা থেকে রক্ষা করা যায়।  তবে বাড়তি ঝামেলার কারণে অনেকেই ছাতা সঙ্গে নিয়ে বের হন না।

সম্প্রতি এমন একটি ছাতার সন্ধান মিলেছে যা কিনা বিশ্বের সেরা।  এটি তৈরি হয়েছে চীনের জিয়াংঝি প্রদেশে।  স্থানীয় একটি ছাতা প্রস্তুতকারী কোম্পানি এটি তৈরি করেছে।

ছাতাটির উচ্চতা ১৪ দশমিক ৪ মিলার বা ৪৭ ফুট।  ২৩ মিটার ব্যাসার্ধের ছাতাটি তৈরির পর গিনেস বুক অব রেকর্ডেও স্থান করে নিয়েছে চীন।

৫ দশমিক ৭ টন ওজনের চীনের ছাতাটি সেখানকার একটি প্লাজায় স্থাপন করা হয়েছে।  ৪১৮ স্কয়ার মিটার জায়গাজুড়ে রয়েছে ছাতাটি।

এর আগে সবচেয়ে বড় ছাতা তৈরি করে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল ভারত।  ২০১০ সালে ওই ছাতাটি তৈরি করা হয়েছিল।  ৩৬ ফুট উচ্চতা এবং ৫৬ ফুট পরিধির ছাতাটি তৈরিতে অর্থায়ন করেছিল ভারতের ম্যাক্স নিউইয়র্ক লাইফ ইন্স্যরেন্স।  ভারতের ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে