সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৫:০৩

যে কারণে ইতালিতে কমেছে গবাদির দুধ ও পাখির ডিম পাড়া

যে কারণে ইতালিতে কমেছে গবাদির দুধ ও পাখির ডিম পাড়া

এক্সক্লুসিভ ডেস্ক : ইতালিতে খামারের গবাদি পশুপাখি দুধ ও ডিম পাড়া ব্যাপক হরে কমে গেছে। স্বাভাবিক অীবস্থায় রাখতে খামারিরা নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

তার মধ্যে রয়েছে- নিয়মিত  ঠাণ্ডা পানি গোসল করানো, বৈদ্যুতিক পাখার বাতাসের ব্যবস্থা। এমনকি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বাদ যায়নি।
ইতালিতে গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়েও পৌঁছেছে। ফলে খামারের উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

গরুর জন্যে আদর্শ তাপমাত্রা হচ্ছে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্টরা বলছেন, এই গরমে দুধের উৎপাদন ৫০ মিলিয়ন লিটার কমে গেছে। আর খামার মালিকদের সমিতি বলছে, জুলাই মাসের প্রথম দু সপ্তাহে এই দুধের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

প্রচন্ড গরম শুকর এবং হাঁস-মুরগীকেও স্পর্শ করেছে। সমিতি জানিয়েছে, গরমে মুরগীর ডিম পাড়ার হারও ৫ থেকে ১০ শতাংশ কমে গেছে।

এদিকে গরমের কারণে সেখানে বনাঞ্চলে আগুন লেগে যাওয়ার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় অনেক লেকে পানির উচ্চতাও কমে গেছে কয়েক সেন্টিমিটার।

আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরো বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জনগণকেও সতর্ক করে দিয়েছে। সূত্র: বিবিসি
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে