সোমবার, ০৯ মে, ২০২২, ১১:৪৯:০৯

ভালোবাসা বাড়ানোর সহজ ৫ উপায়!

ভালোবাসা বাড়ানোর সহজ ৫ উপায়!

এক্সক্লুসিভ ডেস্ক: ভালোবাসা কে না চায়? আর এই ভালোবাসা আরো জোরদার কিংবা বাড়ানোর জন্য মানুষ কত কিছুই না করে। তবে সম্পর্কের বয়স বাড়লে বোঝাপড়া বাড়াটাই স্বাভাবিক। 

তবে অনেকসময়ই যত দিন যায় তত কমতে থাকে ভালোবাসা (Love)। তাই ভালোবাসায় থাকা মানুষ এই বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখুন। এক্ষেত্রে কথা বলে, ডেটে গিয়ে বা ঘুরতে গিয়ে সম্পর্ক ঠিক করুন।
 
ভালোবাসার কোনও বিকল্প নেই। মানুষ একে অপরের কাছে থাকবেন বলে, একটু ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবেন বলে প্রাণ দিতেও রাজি থাকেন। কতশত যুদ্ধের কারণ এই ভালোবাসা। তাই মানুষের জীবনে প্রেমের অন্তরঙ্গ উপস্থিতি নিয়ে সিনেমা থেকে সাহিত্য বারবার আন্দোলিত হয়েছে।

কিন্তু প্রেমের (Love) সম্পর্কে থাকার বিষয়টিকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বিষয়টি কিন্তু অতটাও সহজ নয়। কারণ ভালোবাসার সম্পর্কে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে। সেই প্রতিকূলতা পেরিয়েই প্রতিটি মানুষকে ভালোবাসার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হয়। 

তবেই সেই সম্পর্কে থাকা যায় ভালো। নইলে সম্পর্ককে (Relationship) এগিয়ে নিয়ে যাওয়া হয়ে যায় খুবই কঠিন। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টির দিকে রাখতে হবে কড়া নজর। তবেই ভালো থাকতে পারবেন আপনি।

বিশেষজ্ঞদের কথায়, ভালোবাসার সম্পর্ক প্রথমদিকে থাকে নদীর জোয়ারের মতো। তবে সেই নদীতেই কিছুদিন যাওয়ার পর আসে ভাটা। বিশেষত, যখন সম্পর্কের বয়স বাড়তে থাকে, তখনই এই সমস্যা বেশি করে দেখা দেয়। আসলে মানুষের প্রবৃ্ত্তিই এর জন্য দায়ী। কোনও জিনিস নিয়মিত আমাদের সঙ্গে থাকলে কিছুদিন পরই তার থেকে আমরা পথ হারাই।

এবার ভালোবাসার সম্পর্কে বা বিবাহিত সম্পর্কে থাকার পর নিজেদের মধ্যে প্রেমের কমতি হলে খুব মুশকিল। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি অবশ্যই এড়িয়ে যেতে হবে। তবেই ভালো থাকতে পারবেন। ভালোবাসা বাড়ানোর সহজ ৫ উপায়:

​১. কথা বলুন: কমিউনিকেশনের থেকে বড় কোনও অস্ত্র পৃথিবীতে এখনও দেখা যায়নি। বড় বড় যুদ্ধ থেকে আমরা নিজেদের রক্ষা করেছি কথাবার্তার মাধ্য়মে। এবার আপনাদের মধ্যে ভালোবাসাও ফিরে আসতে পারে সাধারণত এই কৌশলেই। এক্ষেত্রে দুজনে নিজেদের মধ্যে কথা বলুন। আপনারা কথা বলতেই পারলেই সেই পুরনো উষ্ণতা ফিরে আসবে।

২. ​নিজেদের সমস্যা বুঝুন: নিজেদের বুঝে ওঠা সবথেকে বেশি প্রয়োজনীয়। বিশেষত, নিজেদের ভুলত্রুটি নিজেদেরই ধরতে হবে। এক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে ভুল- এই বিষয়গুলি একান্ত নিভৃতে ভাবুন। সেই ভাবনা থেকেই আপনি বুঝতে পারবেন যে সমস্যা ঠিক কোথায়। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ মিথ্যে কথা বলতে পারে না।

৩. ​ঝামেলা মিটিয়ে নিন: সম্পর্কের বয়স যত বাড়ে, নিজেদের মধ্যে মান অভিমানও খুবই বাড়তে থাকে। তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের ঝামেলা মিটিয়ে নেওয়া। কারণ ঝামেলা থেকেই উৎপত্তি হতে পারে একাধিক সমস্যার। তখন আর সম্পর্ককে ঠিক মতো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে তাই আজই ব্যবস্থা নিন। তারপরই সম্পর্ক ঠিক থাকবে।

৪. ​একটু ডেটে যান: ডেট (Date) হল সম্পর্ক ভালো করার অন্যতম বড় অস্ত্র। এক্ষেত্রে আপনি যদি ঠিক সময়ে ডেটে যেতে পারেন, তবে অনেক সমস্যার হয়ে যেতে পারে সমাধান। কারণ ডেটে গেলে পুরনো সম্পর্কে আবার লাগে নতুন রং। 

তখন মানুষ ভালো থাকতে শুরু করেন। তাই আপনাদের সম্পর্কের এই দিকটি নিয়েও প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে দিনের শেষে একটু সময় বের করে কাছে পিঠে ঘুরতে চলে যান। কোনও কফি শপ বা ডিনারে চলে যান। সেখানে খেতে খেতে নিজেদের সম্পর্কের পুরনো ভাষা ফিরিয়ে আনুন। দেখবেন আপনারা ভালো রয়েছেন। তাই চিন্তার কোনও কারণ অবশ্যই নেই।

​৫. একটু ঘুরে আসুন: ঘুরে আসার তুলনায় ভালো ওষুধ আর কিছুই নেই। কারণ ঘুরতে গেলে মন থেকে সমস্ত বিস্বাদ দূর হয়। জীবন তখন রঙিন থাকে। প্রকৃতির কোলে একে অপরকে এগিয়ে দেওয়া যায়। 

তাই ঘুরে আসাটা হল খুবই জরুরি। এক্ষেত্রে ঘুরতে গিয়ে নিজেদের মধ্যে পুরনো জমাটি প্রেম ফিরিয়ে নিন। তবেই ভালো থাকতে পারবেন আপনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে