শুক্রবার, ২০ মে, ২০২২, ১২:১৪:৩৭

৪টি জিনিস ভুলেও ফ্রিজে রাখবেন না!

৪টি জিনিস ভুলেও ফ্রিজে রাখবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক: বর্তমানে বাসার খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ ছাড়া ভাবাও যায় না। তবে সব খাবার যে ফ্রিজে রাখা যাবে এমনটি কিন্তু ঠিক না।  কিছু খাবার ফ্রিজে না রাখলেই ভালো থাকবে দীর্ঘদিন। ৪টি জিনিস ভুলেও ফ্রিজে রাখবেন না!

১. মধু: মধু মধু সংরক্ষণের জন্য ফ্রিজের প্রয়োজন নেই। বাইরেই এটি ভালো থাকে। মুখবন্ধ বয়ামে রেখে সারা বছরই খেতে পারবেন মধু। পাউরুটি ফ্রিজে রাখলে শক্ত ও খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। তাই ফ্রিজে না রেখে শুকনা ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন এটি। 

২. টমেটো: টমেটো ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায় টমেটোর। অনেকদিন পর্যন্ত ভালো রাখতে ফ্রিজের বাইরে খোলামেলা জায়গায় রাখুন টমেটো। 

৩. রসুন: রসুন ফ্রিজে না রেখে বাইরে রাখলেই রসুন বেশি দিন ভালো থাকে। তবে সংরক্ষণ করার জায়গাটিতে যেন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে সেদিকে নজর রাখবেন। 

৪. পেঁয়াজ: পেঁয়াজ ফ্রিজে পেঁয়াজ রাখলে কটু গন্ধ ছড়িয়ে যায় অন্যান্য খাবারে। শুকনা স্থানে সংরক্ষণ করুন পেঁয়াজ। বাতাসের উপস্থিতি থাকার পাশাপাশি স্থানটি খানিকটা অন্ধকার হলে পেঁয়াজের অঙ্কুরোদগম হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে