এক্সক্লুসিভ ডেস্ক : সমীক্ষা বলছে, পুরুষদের এ স্বভাবগুলির 'দিওয়ানা' নারীরা! গুণিজনরা বলেন, ''নারী মন বোঝা খুব কঠিন''! কিন্তু সদ্য একটি সমীক্ষা চালায় পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক, যেখানে ধরা পড়েছে পুরুষের কোন কোন স্বভাব মহিলাদের পাগল করে দেয়--
আমেরিকা ও নরওয়ের ১০০০ জন ছাত্র-ছাত্রীর উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, নারীরা যদি ক্ষনিকের যৌ'নতা ও অস্থায়ী সম্পর্ক চান, তবে তাঁরা স্পষ্ট করে সে কথা প্রকাশ করেন।
সমীক্ষায় দেখা গিয়েছে নারীরা দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে আগ্রহী, তাঁরা পুরুষের মধ্যে যে দুটি গুণ সবচেয়ে বেশি খোঁজেন, তা হল হাস্যরস ও উদারতা।
অন্যদিকে গবেষকদের দাবি, যে নারীরা সহজে যৌ'ন সম্পর্কে আগ্রহী, তাঁদের প্রতি বেশি আকৃষ্ট হন পুরুষরা। পাশাপাশি, সমীক্ষায় দেখা গিয়েছে, যে নারীরা পুরুষদের করা ঠাট্টা-মশকরায় হাসেন, তাঁদের প্রতিও নাকি আকৃষ্ট হন সিংহভাগ পুরুষ। -নিউজ এইট্টিন