এক্সক্লুসিভ ডেস্ক: বহু পুরুষের মধ্যেই বদভ্যাসের শেষ নেই। তাঁদের মধ্যে নানা খারাপ অভ্যাস থাকে। এবার বারবার বকা, টাচ করার চেষ্টা, কমেন্ট করা অভ্যাস থেকে দূরে থাকা উচিত। তবেই সম্পর্ক ভালো থাকা যাবে। নইলে ভালোবাসা পালাবে।
সম্পর্কে থাকতে গেলে প্রতিটি মানুষকে নিজের মতো করে বিষয়টি নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে এমন কিছু অবশ্যই করা যাবে না যার থেকে সমস্যা তৈরি হয়ে যায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই দিকটা মাথায় রাখতে হবে। নইলে সম্পর্কের বাঁধন যে কোনও সময় ভেঙে যেতে পারে।
এবার বেশিরভাগ সময়ই দেখা যায় যে পুরুষ মানুষের বেশকিছু বদভ্যাসের কারণে অনেক সমস্যাই দেখা দেয়। কারণ এই মানুষগুলি বুঝেই উঠতে পারেন না যে সমস্যা কোথায়। তাই জটিলতা দেখা দেওয়া খুবই স্বাভাবিক।
তবে এরপরও মানুষ বুঝতে চাইবেন না। তাই তাঁদের মধ্যে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কাও অনেকটাই বেশি থাকে। এক্ষেত্রে বিষয়টা বুঝে নিয়ে সতর্ক হয়ে যাওয়াটাই হল বুদ্ধিমানের কাজ।
বিশেষজ্ঞরা বলেন, অনেক সময়ই দেখা যায় যে পুরুষ মানুষের ভুলের বহর থাকে বেশি। ফলে এই মানুষগুলিকে নিয়ে আরও বেশি করে ভাবতে হবে। এক্ষেত্রে নিজের দোষত্রুটি জেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসাও জরুরি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে সতর্ক হয়ে যাওয়া জরুরি।
এবার আপনাকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। তবেই মহিলাদের সঙ্গে সম্পর্কে থাকতে পারবেন। নইলে দেখা দিতে পারে সমস্যা। ৫ টি বদভ্যাস থাকলে মেয়েরা পছন্দ করে না!
১. টাচ করার চেষ্টা করেন: অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষ মানুষ তাঁর সঙ্গীকে ছুঁয়ে (Touch) ফেলার চেষ্টা করেন। যদিও এই ভুলটি একেবারেই করা যাবে না।
কারণ আপনি এমন ভুল করলে সমস্যার অন্ত থাকবে না। সেক্ষেত্রে কোনওভাবেই আপনারসামনে থাকা মহিলাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। অন্যথায় সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা খুবই বেশি। তাই সতর্ক হয়ে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা আপাতত নেই।
২. বেশি কথা বলা: অনেক পুরুষের এই অভ্যাস থাকে। তাঁরা একটু বেশি কথা বলতে ভালোবাসেন। যদিও এভাবে বেশি কথা বললে সমস্যা দেখা দিতেই পারে।
কারণ আপনি কথায় কথায় এমন কিছু বলে ফেলতেই পারেন যা হয়তো অপরদিকে মানুষটি পছন্দ করছেন না। তাই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যাওয়াটাই হল বুদ্ধিমানের কাজ। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় সম্পর্কে সমস্যা দেখা দিতেই পারে।
৩. কমেন্ট করা: অনেকের অভ্যাস রয়েছে নানা বিষয় নিয়ে কথা বলার। এক্ষেত্রে তাঁরা যে কোনও বিষয় নিয়ে কমেন্ট পাস করেন। তাঁরা সঙ্গীরও বেশকিছু বিষয় নিয়ে কমেন্ট করে দিতে পারেন।
তাঁদের মুখে কিছুই আটকায় না। এবার এমনটা করলে কিন্তু সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই সতর্ক হয়ে যাওয়া ছাড়া আপাতত কোনও উপায় নেই। এবার সেই দিকটি নিয়েই ভাবতে হবে।
৪. অহেতুক তর্ক করা: অনেক পুরুষই এই কাজ করেন। তাঁদের মুখে শুধু তর্ক লেগে থাকে। অন্য কেউ কথা বলা শুরু করল কিনা, তাঁরা তর্ক করতে শুরু করে দিলেন।
এবার সেই মানুষগুলিকে অবশ্যই সতর্ক হয়ে যেতে বললেন বিশেষজ্ঞরা। কারণ আপনার তর্ক হয়তো বন্ধুরা মেনে নেবেন, কিন্তু মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই এই স্বভাব মেনে নেন না। এই কারণেই সমস্যা তৈরি হয়ে যায়। তাই অহেতুক তর্ক করার কোনও কারণ নেই।
৫. নিজেকে মাতব্বর ভাবা: অনেক ক্ষেত্রেই পুরুষ নিজেকে মাতব্বর ভাবতে শুরু করে দেন। তাঁরাই হয় তো সবটা বোঝেন, মনে চলে এমন ভাবনা। যদিও বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয়।
এক্ষেত্রে নিজেকে মাতব্বর ভাবাটা এবার ছেড়ে দিন। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা দেখা দেওয়াটাও স্বাভাবিক। তাই প্রতিটি মানুষকে অবশ্যই বিষয়টা নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। বরং অন্য মানুষটিকেও বলার জায়গা দিন।