শনিবার, ০৪ জুন, ২০২২, ০৩:৪৩:০৫

বিয়ের পর যে ৫টি বিষয় স্ত্রীর কাছে লুকায় স্বামীরা!

বিয়ের পর যে ৫টি বিষয় স্ত্রীর কাছে লুকায় স্বামীরা!

এক্সক্লুসিভ ডেস্ক: বিয়ে করার আগে সব সময়ই আমাদের মনে একটা চিন্তা থাকে। আমার সঙ্গী কি আমায় পছন্দ করবেন! এই প্রশ্ন সব সময়ই মনের মধ্যে চলতে থাকে। তাই আমরা সব সময়ই আমাদের অনেক গোপন কথা লুকিয়ে যাই। 

ভাবি, এই কথা বললে হয়তো সম্পর্কটা ভেঙে যেতে পারে। কিংবা চাপে পড়ে অনেক কথাই জানাতে পারি না। পুরুষরাও এই পরিস্থিতির মুখোমুখি হন। আজ সেরকমই ৫ পুরুষ স্বীকার করলেন নিজেদের কথা। তাঁরা স্ত্রীর কাছে লুকিয়ে গিয়েছিলেন।
 
বিয়ে করার সময় দুইজন সঙ্গীর মধ্যে কোনওরকম গোপনীয়তা থাকা উচিত নয়। দুজনের মধ্যে কোনও গোপনীয়তা থাকলে তা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার মধ্যে আকাশ ও পাতাল তফাৎ। 

তাই আপনি যদি আপনার স্ত্রী বা স্বামীর থেকে কোনও কথা লুকিয়ে যান, তবে তা মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ পরে তা জানাজানি হলে আপনাদের সুখের দাম্পত্যই নষ্ট হতে পারে। 

তবু মানুষ কোনও কোনও কথা লুকিয়ে যেতে চান। এই কথাই ভাবেন যে, তাঁর প্রতি সঙ্গীর ধারণা বদলে যেতে পারে। কয়েকজন পুরুষের স্বীকারোক্তি রইল, তাঁরা ঠিক এই কথাগুলোই বিয়ের আগে লুকিয়ে গিয়েছিলেন।

১. বিবাহিত মহিলার সঙ্গে আমার সম্পর্ক ছিল: বিয়ে করার আগে একজন বিবাহিত মহিলার সঙ্গে আমার সম্পর্ক ছিল। তিনি সত্যিই খুব সুন্দরী ছিলেন, আমার স্বপ্নে দেখা রাজকন্যার মতোই। 

তাঁর বিবাহিত জীবন সুখের ছিল না। আমি তাঁকে ভালো রাখার চেষ্টা করছিলাম। আমি আমার স্ত্রী’কে এই কথা জানাতে পারিনি। এইসব কথা ওঁ জানতে পারলে কী ভাববে জানি না। আমার ব্যাপারে হয়তো ওঁর ধারণাই বদলে যাবে।

২. বিয়ে আমার জন্য নয়: আমার কখনও বিয়ে করা ইচ্ছে ছিল না। আমি ইতালিতে একটি চাকরির প্রস্তাব পেয়েছিলাম। সেই কাজটিই করতে চেয়েছিলাম। আমার জীবন সুন্দর করে গুছিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু বিয়ে করা এবং সংসার করার কোনও ইচ্ছেই আমার ছিল না। কিন্তু আমার ঠাকুরদার চাপে পড়ে আমায় এই কাজ করতে হয়েছিল।

তাঁর মৃত্যুর আগে আমার বিয়ে তিনি দেখতে চেয়েছিলেন। আমি ইতালিতে থাকতে পারতাম। ইতালিতেই প্রেমিকা খুঁজে পেতাম। তাঁর সঙ্গে সুন্দর সম্পর্ক হত। কিন্তু এখন আমায় আমার স্ত্রী-এর বকবক শুনে যেতে হয়। এই বিয়েটা শুধু অসহ্য লাগে।

৩. জু'য়া খেলায় মত্ত ছিলাম: আমি দীর্ঘ বছর ধরে জু'য়া খেলায় মত্ত ছিলাম। আমার পরিবারের লোকও কখনও এই কথা জানতে পারেনি। আমার নে'শার মতো হয়ে গিয়েছিল। তাই আমি কোনওভাবেই খেলা ছাড়তে পারিনি। 

আমার স্ত্রী যদি আমার কথা জানতে পারেন, তাহলে কী হবে আমি কল্পনাও করতে পারছি না। তবে এই কথা সত্যি যে, আমি জু'য়া খেলে আমাদের টাকা উড়য়েছি। তিনি আমায় আর বিশ্বাস করবেন না। আমি সেই ঝুঁকি নিতে পারছি না। আমায় খুবই সাবধান থাকতে হবে।

৪. প্রতারণা এবং মিথ্যা: আমার মনে হয়, আমার স্ত্রী জানেন আমি তাঁকে ঠকাচ্ছি। আমার সহকর্মীর সঙ্গে আমার অ্যাফেয়ার চলছে। তাঁর অল্প বয়স এবং তাঁর ব্যক্তিত্ব আমায় আকর্ষণ করে। শুধুমাত্র সম্পর্কই রয়েছে আমাদের। 

বিয়ে নিয়ে ভাবতে চাই না, কারণ আমার ক্লান্ত লাগে। একবার আমার স্ত্রী আমায় প্রায় হাতে নাতে ধরে ফেলেছিলেন, আমি তাঁকে মিথ্যা বলি। আমার মনে হয় তিনি এখনও ধোঁয়াশার মধ্যেই আছেন। কে জানে!

৫. প্রাক্তন প্রেমিকার প্রতি টান: আমি স্ত্রী-কে কোনওদিনই এই কথা জানাতে পারিনি। বিয়ের আগে আমার অন্য একটি সম্পর্ক ছিল। আমি তাঁকে খুবই ভালোবাসতাম। 

তিনিও আমায় খুবই ভালোবাসতেন। কিন্তু বাড়ির চাপ ছিল। পরিস্থিতি আমাদের বিপরীতে ছিল। তাই আমরা এক হতে পারিনি। আমায় বাড়ির চাপে বিয়ে করতে হয় অন্য পরিবারে।

কিন্তু প্রাক্তন প্রেমিকার প্রতি আমার এখনও টান রয়েছে। আমি সেই কথা স্ত্রী কে জানাতে পারিনি। তাঁকে আমি কখনও অসম্মান ও আঘাত করতে চাই না। কিন্তু আমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে