এক্সক্লুসিভ ডেস্ক: সুস্থ সতেজ জীবন কে না চায়! আর তা যদি পাওয়া যায় হাতের মুঠোয় তবে খুশি হওয়ারই কথা। এমনই এক সহজ সমাধান রয়েছে হাতের মুঠোয়।
দুধ ও খেজুরের উপকারিতা সম্পর্কে অনেক কথাই শোনা যায়। বহু মানুষই শুনেছেন, এই দুটো খাদ্যই শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু এদের দু’জনের যৌথ গুণ আরও বেশি ভাল তা কি জানা রয়েছে?
খেজুর আর দুধ একসঙ্গে খেলে কি ঘটে, জানেন?
যদি সঠিক উপায়ে দুধ আর খেজুর একত্রে সেবন করা যায় তাহলে উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। আসলে, ভিটামিন, মিনারেল, ফাইবার, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান এই দুই প্রাকৃতিক খাদ্যেই প্রচুর পরিমাণে পাওয়া যায়। দুধে খেজুর সেদ্ধ করে প্রতিদিন সেবন করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
দুধে ভিজিয়ে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় যা হাড় মজবুত করতে সহায়ক। আসলে, খেজুর অনেক স্বাস্থ্য সমস্যা দূর করতে কার্যকর। দুধে ভিজিয়ে খেজুর খেলে হাড় মজবুত হয়।
শুধু তাই নয়, এই খাবার ওজন বাড়াতে সহায়ক, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। দুধ ও খেজুর একসঙ্গে খেলে হজমশক্তি ভালো হয়।
এতে রয়েছে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম ও ফাইবার। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকর। একই সঙ্গে, এই খাবার দারুন ওজন বাড়াতে সহায়ক হতে পারে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা ওজন বাড়াতে কার্যকর।
খেজুর পুরুষদের জন্য উপকারী বলে মনে করা হয়। এটি খাওয়া পুরুষদের মিলনের শক্তি বাড়াতে যেমন সাহায্য করে, তেমনি এটি যৌ'ন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। খেজুরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা পুরুষদের দীর্ঘ স'ঙ্গমের সহায়ক হয়।
শুধু কি পুরুষের জন্য উপকারী! মোটেও না। নারীর সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক হতে পারে দুধ ও খেজুর। এতে ভিটামিন ভাল পরিমাণে পাওয়া যায়, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুল পড়া রোধে খুবই উপকারী! সূত্র: নিউজ এইট্টিন