সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৬:৫১

প্রাণঘাতী বিষধর সাপের প্রতিষেধক তৈরি হয় যেভাবে

প্রাণঘাতী বিষধর সাপের প্রতিষেধক তৈরি হয় যেভাবে

এক্সক্লুিসভ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতির মত বিশালাকার প্রাণী মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না।আর তা হলো ঘোড়া।

সাপের ছোবলে বিষক্রিয়ায় মানুষ মারা কিন্তু ঘোড়া কখনও মরেনা। সর্বোচ্চ তিনদিন অসুস্থ থাকে, তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom কোন একটি সাপ, ধরেন কিং কোবরা’র anti venom তৈরি করতে হলে যা করা লাগে তা হল, ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। একগাঁদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই। ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে, ঘোড়া মরবে না।

ঘোড়া তিনদিন অসুস্থ থাকবে। এরপর সুস্থ হয়ে যাবে। এই তিনদিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের anti venom তৈরি হয়ে গেছে।

এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টি ভেনাম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়।

মানুষ’কে সাপে কামড়া’লে ডাইরেক্ট ইনজেকশন দিয়ে পুশ করা হয়।
খোদ ইন্ডিয়াতে গাদা গাদা অ্যান্টি ভেনাম প্রস্তুতকারক কোম্পানি আছে। এভাবে প্রাণঘাতী বিষধর সাপের প্রতিষেধক তৈরি করা হয় ঘোড়ার সাহায়্যে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে