বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৯:০৭:৫২

চারটি কথা কখনও স্ত্রীকে বলতে নেই!

চারটি কথা কখনও স্ত্রীকে বলতে নেই!

এক্সক্লুসিভ ডেস্ক : চাণক্যের নীতি শাস্ত্র আমাদের নানান বিষয় সতর্ক করে দেয়। এই নীতি শাস্ত্রে ব্যক্তিকে কী কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। 

তেমনই চাণক্য নিজের নীতি শাস্ত্রে এমন চারটি কথা জানিয়েছেন, যা কখনও নিজের স্ত্রীকে বলতে নেই। কোন কোন কথা? জেনে নেওয়া যাক। আরও পড়ুন: বুদ্ধিমত্তা বাড়াতে চান? ৫ টি কাজ করুন

১. Acharya Chanakya তাঁর নীতিশাস্ত্রে জানিয়েছেন যে, স্ত্রীকে নিজের অপমানের কথা কখনও জানাতে নেই। কারণ এ ধরনের কথা বললে, স্ত্রী হয়তো কথায় কথায় আপনাকে খোটা দিতে পারে। 

আবার তার সুযোগ তুলে এমন কোনও কাজ করাতে পারেন যা হয়তো আপনার ভালো লাগবে না। কোনও কারণে কোথাও অপমানিত হলে এর চর্চা স্ত্রীর সঙ্গে করবেন না।

২. চাণক্য জানিয়েছেন যে, কখনও কাউকে নিজের দুর্বলতা সম্পর্কে জানাতে নেই। কারণ তাঁরা আপনার ফায়দা তুলতে পারেন। আবার স্ত্রীকে ভুলেও নিজের দুর্বলতার কথা জানাবেন না। 

চাণক্য সতর্ক করেছেন যে, আপনার দুর্বলতার সুযোগ তুলে স্ত্রী আপনাকে দিয়ে নিজের পছন্দের সমস্ত কাজ করিয়ে নিতে পারেন। তাই স্ত্রী ও অন্য সকলের সামনে নিজের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত।

৩. শাস্ত্র মতে দান সবসময় গোপন রাখা উচিত। আপনি কাউকে যা দান করুন না-কেন, তা সবসময় গোপন রাখবেন। দান গোপন রাখলে আপনারই লাভ হবে। দান সম্পর্কে জানালে এর গুরুত্ব কমে যাব। সেই দান পুণ্য ফল প্রদান করে না।

৪. চাণক্য বলেছেন যে, স্ত্রীকে নিজের সম্পূর্ণ উপার্জন সম্পর্কে জানাবেন না। স্বামীর আয় সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলে স্ত্রীরা নিজের পছন্দ মতো ব্যয় করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আচার্য চাণক্য। অনেক সময় তাঁরা অপ্রয়োজনীয় জিনিসের জন্যও ব্যয়ও করতে পারেন। যা আটকানো আপনার পক্ষে সম্ভব না-ও হতে পারে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে