এক্সক্লুসিভ ডেস্ক : সম্পর্কে থাকলে কথা কাটাকাটি হতেই পারে। তবে গার্লফ্রেন্ড যদি একবারে মুখ বন্ধ করে নেয়, তবে বুঝবেন কেলো হয়েছে। এবার কেন প্রিয় মানুষটি কথা বন্ধ করেন, আসুন জানা যাক।
মানুষ মাত্রই জীবনে সমস্যা থাকতেই পারে। এবার সেই সমস্যার জন্য অনেক সময়ই একে অপরের মধ্যে কথা বন্ধ হয়। এমনকী প্রিয়জনও কথা বলতে চান না। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়া সবথেকে বেশি প্রয়োজন। কারণ আপনি যদি বুঝতে না পারেন যে কেন মানুষটি কথা বলছেন না, তাহলে বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে।
এদিকে অনেক ক্ষেত্রেই গার্লফ্রেন্ড (Girlfriend) কথা বলা বন্ধ করে দেন। এবার পুরুষ মানুষ মহিলাদের মন একবারেই বুঝতে পারেন না। তাই তাঁরা বুঝতে পারেন না যে কেন সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়া সত্যিই খুব জরুরি। কারণ অনেক সময় জটিলতা বুঝতে না পারার জন্য সম্পর্ক খারাপ হয়ে যায়।
তবে এখন আর চিন্তা নেই। কারণ আমরা আপনাকে সেই পরামর্শ দেব (Relationship Advice) বলেই হাজির হয়েছি। আমাদের কাছ থেকে আজ জেনে নিতেই পারেন কেন গার্লফ্রেন্ড কথা বলতে চাইছেন না। কারণ তিনি কথা না বললে আদতে সমস্যা হবেই। এবার এই বিষয়টা মাথায় রাখুন।
১. আপনি কোনও গুরুতর ভুল করেছেন: মানুষ মাত্রই ভুল হয় বুঝলাম। তবে কোনও গুরুতর ভুল করে ফেললে তো তার প্রভাব জীবনে পড়বেই। এবার আপনিও যদি এমন কিছু করে ফেলেন, তবে কিন্তু সতর্ক হয়ে যাওয়া জরুরি। কারণ আপনার ভুলের কথা জেনেই সঙ্গী বন্ধ করে দিয়েছেন কথা বলা। এবার এই বিষয়টা বুঝে নিন।
২. নিজেকে বেশি প্রাধান্য দিয়েছেন আপনি: এমনটাও অনেক ক্ষেত্রেই হয়। কিছু মানুষ নিজেকে খুবই প্রাধান্য দিয়ে থাকেন। আর এর ফল ভোগ করে সম্পর্ক। আপনি নিজেকে এতটাই প্রধান্য দিয়েছেন যে গার্লফ্রেন্ডের খারাপ লেগেছে। তাই তিনি হয়তো কথা বলছেন না। এটা মাথায় রাখার চেষ্টা করুন।
৩. আপনাকে কিছু শিক্ষা দিতে চাইছেন: মহিলারা নিজের মতো করে বহু বিষয়ে পরিকল্পনা করে রাখেন। আপনি হয়তো কিছু ভুল করেছিলেন। সেই ভুল এতটাই তীব্র ছিল যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়তো পাওয়া যায়নি। তবে গার্লফ্রেন্ড কিছু না কিছু শিক্ষা আপনাকে এই সময়টায় দিতে চাইতেই পারেন। এবার এই বিষয়টা মাথায় রাখুন।
৪. আপনার কাছ থেকে কিছু চান: অনেক সময় মহিলারা তাঁদের কাজের মাধ্যমে কিছু বিষয় বলতে চান। এই যেমন আপনার কাছ থেকে কিছু চাইলে তিনি এমনটা করতে পারেন। এবার এই বিষয়টি মাথায় রাখা হল খুবই জরুরি। তবেই এই সমস্যার সমাধান করা হয়ে যায় সম্ভব। এবার থেকে এই কথাটা মাথায় রাখুন।
৫. নিজের মত প্রকাশ করছেন: আপনি খুব পণ্ডিত হতে পারেন। তবে সেই সুযোগে অন্যেকে মত প্রকাশ করতে দেন না নিশ্চয়ই। এই কারণেই অনেক সময় গার্লফ্রেন্ড কথা বন্ধ করে দিয়ে থাকেন। কারণ তাঁরা বুঝতে পারেন যে আপনার কাছে মত প্রকাশের কোনও দাম নেই।
এবার থেকে এই সংকেতগুলি মাথায় রাখুন। আর নিজের ভুল থাকলে শুধরে নিতে চেষ্টা করুন। দেখবেন সমস্যা অনেকটাই দূর হয়ে গিয়েছে। নইলে এটা আরও বাড়তে থাকবে।