এক্সক্লুসিভ ডেস্ক: বেগুন স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কিন্তু সাবধান কিছু ক্ষেত্রে বেগুন খেলে বিপদ বাড়তে পারে। অ্যালার্জিতে ভুগলে বেগুন খাবেন না। এতে অ্যালার্জির সমস্যা আরও বাড়তে পারে। আপনি যদি বিষণ্নতার ওষুধ খাচ্ছেন, তবে বেগুন খাওয়া উচিত নয়।
চোখে জ্বালাপোড়ার সমস্যা থাকলে রোগীদের বেগুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাইলসের রোগীদের বেগুন খাওয়া উচিত নয়। এতে হেমোরয়েডের সমস্যা হতে পারে। রক্তস্বল্পতায় আক্রান্ত ব্যক্তিদের বেগুন না খেতে বলা হয়। পেটে পাথরের সমস্যা থাকলেও রোগীদের বেগুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
কী কী সমস্যা তৈরি হয়? জ্বর হলে বেগুন খাওয়া উচিত নয়। এতে শরীরের তাপ বেড়ে যায়। অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে পেট জ্বালা হতে পারে। এটি পরিপাক রসের পরিমাণ বাড়িয়ে কাজ করে, যার কারণে পেটে জ্বালাপোড়া হয়। বেগুনে অক্সালেট পাওয়া যায় যা কিডনির জন্য ক্ষতিকর।
যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তাদের বেগুন খাওয়া উচিত নয়। এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।গর্ভবতী মহিলাদের বেগুন খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় এটি খাওয়া হলে তা ক্রমবর্ধমান ভ্রূণের ক্ষতি করতে পারে।
জেনে নিয়ে সতর্ক? থাকুন যদি আপনার চোখে জ্বালাপোড়া হয় এবং কোনো ধরনের ব্যাধি থাকে তাহলে বেগুন খাওয়া উচিত নয়। এটা সম্ভব যে এটি চোখের কোন ব্যাধি শুরু করতে পারে এবং আপনার সমস্যা আরও খারাপ হতে পারে। যদি কেউ পাইলস রোগে ভুগে থাকেন তাহলে বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে।
শরীরে রক্তের অভাব হলে বেগুন খাওয়া উচিত নয়। রক্তস্বল্পতায় ভুগছেন এমন ব্যক্তি যদি এটি খান তবে রক্ত গঠনে সমস্যা হতে পারে। ফলে কোনও কিছু অতিরিক্ত খাওয়ার আগে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। কারণ প্রত্যেক সবজির উপকারের পাশাপাশি পাশ্বপ্রতিক্রিয়া থাকে। তা এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।