আন্তর্জাতিক ডেস্ক: আপনি নিজে রোজগার করুন বা না করুন, যার সঙ্গে সারা জীবন কাটাবেন, তার প্রতিপত্তি কেমন, সেই চিন্তা এক বার হলেও আপনার মনে উঁকি দিয়েছে। বহু স্ত্রীরই আকাঙ্ক্ষা থাকে, যেন তার স্বামীর প্রভাব, প্রতিপত্তি উত্তরোত্তর বাড়ে।
তবে এমন বিত্তশালী স্বামীর সঙ্গে সারা জীবন কাটানোর শর্ত কি জানেন? নেটমাধ্যমে ভাইরাল হওয়া সৌদি আরবের এক গৃহবধূর পোস্ট থেকে সামনে এসেছে এমন তথ্য। তিনি তার নখরঞ্জনির একটি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। ধনী ব্যক্তির স্ত্রী হতে যেসব শর্ত মানতে হয়, পোস্টে জানালেন সৌদির গৃহবধূ।
চার ঘণ্টা ব্যয়ে, নখসজ্জা শিল্পীর হাতের ছোঁয়ায় অপূর্ব ফুলটিকে জীবন্ত করে তুলেছেন। রাশিয়ার বিখ্যাত এক সংস্থার ক্রিস্টাল দিয়ে নখ সাজাতে খরচ হয়েছে ৪৫০ পাউন্ড। বাংলাদেশি মূল্যে অঙ্কটা প্রায় ৪২ হাজার টাকার মতো। ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রামের পাতা।
অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, নখের এই নকশার জন্য এতো অর্থ ব্যয় করা যায়! আবার অনেকে প্রশ্ন তুলেছেন তার সত্যতা নিয়েও। ২০ বছরের বিবাহিত জীবনে আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করতে অভ্যস্ত সৌদির ওই গৃহবধূ লিখেছেন, ‘‘জীবনে সবচেয়ে কঠিনতম কাজ পেয়েছি।’’
আর একটি ভিডিওর তলায় তিনি লিখেছেন, ‘আরবের ধনী ব্যক্তির সঙ্গিনী হওয়ার নিয়মাবলি: ৩৬৫ দিন যে কোনও সময় গর্ভবতী হওয়ার জন্য প্রস্তুত থাকা। স্বামীর সব কথায় ‘হ্যাঁ’ বলা। বিলাসবহুল রেস্তোরাঁয় খানাপিনা করা।’