শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ০৬:০৮:৪০

সৌন্দর্যে মডেল-অভিনেত্রীদেরও হার মানান ভারতের এই অফিসাররা

সৌন্দর্যে মডেল-অভিনেত্রীদেরও হার মানান ভারতের এই অফিসাররা

এক্সক্লুসিভ ডেস্ক: দেখলে মাথা ঘুরে যাবে। ডাকসাইটে সুন্দরী সব। না, এরা অভিনেত্রী বা মডেল নন। গ্ল্যামার দুনিয়ার মানুষই নন। কিন্তু 'হট' উপস্থিতি দিয়ে এঁরা মাত করে দেন এদের চারপাশ। তবে শুধু সৌন্দর্য নয়, তার সঙ্গে বুদ্ধির বিরল মিশেল এঁদের দারুণ আকর্ষণীয় করে তোলে। 

বলতে গেলে এরা একেবারেই বিপরীত এক দুনিয়ার মানুষ। আইএএস এবং আইপিএস অফিসার। ভারতের সরকারী উর্ধতন কর্মকর্তা। তবে সৌন্দর্যে মডেল-অভিনেত্রীদেরও হার মানান ভারতের এই অফিসাররা। ঋজু বাফনা ২০১৩ সালের পাস-আউট। ৭৭ র‌্যাংক করেছিলেন। ছত্তিশগড়ের এই সুন্দরী অফিসার বিয়ে করেন তারই ব্যাচমেটকে।

মেরিন জোসেফ: মেরিন জোসেফ কেরালা ক্যাডারের সব চেয়ে কম বয়সি অফিসার। যুবশক্তিতে বিশ্বাসী বছর পঁচিশের এই অফিসার। পড়তে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসেন ইংরেজি ভাষাটা। 

রোশন জেকব: রোশন জেকব ২০০৪ সালের ব্যাচ। এখন উত্তর প্রদেশে কর্মরত। মেয়ে মানেই যে শুধু মিষ্টি একট মুখ মাত্র নয়, সে যে এর চেয়েও আরও বেশি কিছু, নিজের জীবন দিয়ে এটাই প্রমাণ করেছেন এবং করে চলেছেন তিনি।  

চন্দ্রকলা: যেন সত্যিই চন্দ্রকাল। তার রূপের ছটায় সদা স্নাত থাকে তাঁর চারপাশ। ২০০৮ সালে অফিসার হন তিনি। ইদানীং জেলাশাসক হিসেবে কাজ করছেন। মেয়ে মাত্রই শুধু বাড়ির কাজকর্ম করবে, এই ধারণাটাকে ছুড়ে ফেলে দিয়েছেন তিনি। নারীর সামাজিক পরিসর আরও বৃহত্তর করেছেন। 

নভজ্যোৎ সিমি: ২০১৮ সালের ইউপিএসসি পাস আউট নভজ্যোৎ সিমি। ১৯৮৭ সালে পাঞ্জাবে জন্ম। আসলে ছিলেন দাঁতের ডাক্তার। কিন্তু সেই পেশা ছেড়ে দিয়ে ইউপিএসসিতে বসলেন এবং সফল হলেন। নিজে নিজে পড়ে সফল হয়েছেন। কোনও কোচিং নেননি। বর্তমানে ডেপুটি পুলিশ সুপার।

টিনা দাবি: ২০১৬ রাজস্থান ক্যাডারের অফিসার টিনা ডাবি। বর্তমানে জয়সলমের জেলাশাসক। ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার পর গোটা ভারতের নজরে আসেন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৬ লাখেরও বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে