বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ০৩:১৮:৪৪

যে ৩টি কাজ করলে কর্মজীবনে সাফল্য পাবেন!

যে ৩টি কাজ করলে কর্মজীবনে সাফল্য পাবেন!

এক্সক্লুসিভ ডেস্ক:​ আমাদের জীবনে নানা বিষয়ে জ্ঞান ও উপদেশ প্রদান করে। প্রাচীন ভারতের প্রখ্যাত কূটনীতিবিদ, দার্শনিক ও অর্থনীতিবিদ চাণক্য় জীবনের নানা দিক সম্পর্কে পরামর্শ দিয়ে গিয়েছেন। 

তাঁর সেই সব পরামর্শ আজও আমাদের জীবনে সমান ভাবে প্রাসঙ্গিক। জীবনকে কী ভাবে সহজ সরল ভাবে যাপন করা যায় এবং জীবনের সব সমস্যা দূর করা সম্ভব হয়, তার পরামর্শ আমাদের দান করেছেন চাণক্য। তাঁর সেই সব উপদেশাবলী চাণক্য নীতি নামক গ্রন্থে আমরা পাই। আচার্য চাণক্যের পরামর্শ জীবনে সঠিক ভাবে অনুসরণ করতে পারলে সাফল্য় লাভ করা সহজ হয়।

আজ আমরা আলোচনা করব কর্মক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য কী করতে পরামর্শ দিয়েছেন চাণক্য। চাণক্য তিনটি কাজের কথা উল্লেখ করেছেন। 

অফিসে এই তিনটি কাজ ঠিক ভাবে করতে পারলে সেই ব্যক্তিকে সবাই পছন্দ করবেন। তাই মনযোগ ও নিষ্ঠা সহকারে নিজের কাজ করার পাশাপাশি অফিসে এই তিনটি কাজ করলে অবশ্যই সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন আপনি। দেখে নিন অফিসে কোন কোন কাজ করার পরামর্শ দিয়েছেন চাণক্য।

১. সবাইকে নিয়ে চলা: আচার্য চাণক্য বলেছেন যিনি কর্মক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে পারেন, তাঁকে সবাই পছন্দ করেন। অফিসে কারোর প্রতি দ্বেষ, ঈর্ষা রাখবেন না। তাহলেই সব কাজে সাফল্য় লাভ করতে পারবেন। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারলে সব কাজ সময়ে শেষ হবে এবং সবথেকে কঠিন কাজও সহজে সম্পূর্ণ করা যাবে। শুধু তাই না, এর ফলে আপনার টিমের মনের জোরও তুঙ্গে থাকবে। যে ব্যক্তি অফিসে সবাইকে নিয়ে চলতে পারেন, তাঁকে সবাই পছন্দ করেন।

২. সহকর্মীদের সম্মান: আচার্যের চাণক্যের নীতি অনুসারে টিমের সবাই মিলে একসঙ্গে কাজ না করলে কখনোই টার্গেট পূরণ করা সম্ভব হবে না। অন্য কারোর সাহায্য ছাড়া, আপনি একাই সব কিছু করবেন ভাবলে, সেই কাজ সফল না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তাই অফিসে অবশ্যই নিজের সহকর্মীদের সম্মান করুন। টিমের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে, একসঙ্গে কাজ করার মানসিকতা থাকলে কঠিন টার্গেটও পূরণ করা সম্ভব হয়। আচার্য চাণক্য বলেছেন যে কেবলমাত্র সবাইকে সম্মান করতে পারলে তবেই জীবনে উন্নতির পথ আপনার সামনে খুলে যাবে।

৩. সবাইকে উত্‍সাহ দিন: অফিসে নিজের টিমের সবাইকে উত্‍সাহ দিন। কাউকে কখনোই নিরুত্‍সাহিত করবেন না। আপনি নিজে বড় পজিশনে থাকলে অন্য কাউকে ছোট চোখে দেখবেন না। সবার মধ্যে কাজের দায়িত্ব সঠিক ভাবে ভাগ করে দিতে পারলে তবেই তা সুচারূ ভাবে সম্পন্ন হবে। যার প্রতিভা আছে, তার প্রতিভা ঠিক নজরে পড়বেই। যে অন্যের প্রতিভা চাপা দিয়ে রাখার চেষ্টা করে, সে নিজেও কখনোও সাফল্য লাভ করে না।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে