মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩১:১৮

আগামী ৫ বছরেই কি মৃত্যু, কীভাবে?

আগামী ৫ বছরেই কি মৃত্যু, কীভাবে?

এক্সক্লুসিভ ডেস্ক : জানেন কি, আর কত বছর এই পৃথিবীর বুকে কাটাতে পারবেন? বলতে পারেন, কবে নিভে যাবে আপনার জীবনদীপ? জ্যোতিষীর দরবারে হাজিরা দেয়ার দরকার নেই, আপনার প্রশ্নের জবাব দিচ্ছে বিজ্ঞান।

মানুষের আয়ু আগাম জানতে বেশ কয়েক বছর ধরে গবেষণা করছে ইউকে লনজিভিটি এক্সপ্লোরার অর্থাত্‍ ব্রিটিশ আয়ু অনুসন্ধানকারী বিভাগ।  ব্রিটেনে ৪০ থেকে ৭০ বছর বয়সী মোট ৫ লাখ স্বেচ্ছাসেবীর থেকে সংগৃহীত স্বাস্থ্য সম্পর্কীয় তথ্যের ভিত্তিতে ১১ থেকে ১৩টি প্রশ্নের সমীক্ষাপত্র তৈরি করেছেন গবেষক অ্যান্ড্রেয়া গানা এবং অধ্যাপক এরিক ইঙ্গেলসন।

আগামী ৫ বছরে মৃত্যুর আশঙ্কা সম্পর্কে নির্ভুল গণনা করতে এই সমীক্ষা।

ইন্টারনেটে অবশ্য এমন প্রচেষ্টা এই প্রথম নয়।  তবে গানা ও ইঙ্গেলসনের দাবি, আমাদের আয়ু ক্যালকুলেটর অভিনব।  কারণ তা বিজ্ঞানভিত্তিক প্রমাণের ওপর নির্ভরশীল।  তাছাড়া ব্যাপক সমীক্ষার ওপর ভিত্তি করে এই গণক তৈরি করা হয়েছে।'

কীভাবে কাজ করে এই ক্যালকুলেটার?

সমীক্ষাপত্রের ১১টি প্রশ্ন মামুলি মনে হলেও গবেষকরা জানিয়েছেন, জনসংখ্যাতত্ত্ব, স্বাস্থ্য এবং পরিবর্তনশীল জীবনযাপনের ওপর ভিত্তি করে ৬৫৫টি কেস হিস্ট্রির সঙ্গে গবেষণায় অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীদের বাস্তব জীবনের প্রেক্ষিত পর্যালোচনা করা হয়েছে।  এর ভিত্তিতে আগামী ৫ বছরে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের মৃত্যুর আশঙ্কা খতিয়ে দেখা হয়েছে।  

জানা গেছে, অতীত জীবনযাপনের ইতিহাস, সামাজিক-মনস্তাত্ত্বিক বৈশিষ্ট, স্বাস্থ্যের ইতিহাস, বয়স, সন্তানের সংখ্যা ইত্যাদি মোট জীবনের ১০টি ক্ষেত্রের ওপর ভিত্তি করে প্রশ্ন সাজানো হয়েছে।

জানা দরকার, রিস্ক ক্যালকুলেটর কিন্তু কতদিন আপনি বাঁচবেন তা জানায় না। বরং আগামী ৫ বছরে আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে কিনা, সে কথাই বলে দেয়।  ধরা যাক, উত্তরের ওপর ভিত্তি করে জানা গেল যে বেঁচে থাকার ৪ শতাংশ আশা রয়েছে আপনার।  

এর মানে বয়স, লিঙ্গ ও স্বাস্থ্যগত ঝুঁকির ভিত্তিতে আপনার সমতুল্য ১০০ জন মানুষের মধ্যে মোট ৪ জন আগামী ৫ বছরে মৃত্যুবরণ করবেন না।  তবে সেই ৪ জনের মধ্যে আপনিও রয়েছেন কিনা সে কথা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

এত দূর পড়ার পর আপনার মনে হতেই পারে যে, এই গবেষণা স্রেফ ব্রিটেনের অধিবাসীদের জন্য ফলদায়ী।  ভাবতে পারেন, এর মাধ্যমে আমার মৃত্যুর সম্ভাবনা বোঝা যাবে কীভাবে?

গবেষক গানা ও ইঙ্গেলসন জানিয়েছেন, শুধু ব্রিটেন নয় বিশ্বের যেকোনও দেশের মানুষের ক্ষেত্রেই এই আয়ু-গণক কাজ করে।  তবে ব্রিটেনের সঙ্গে আপনার মাতৃভূমির কিছু মিল থাকলে গণনা অব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/বিএসএস/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে