এক্সক্লুসিভ ডেস্ক : গোপনে আপনার কল রেকর্ড হচ্ছে? জানার খুব সহজ উপায় রয়েছে। আপনার কল রেকর্ড হচ্ছে কিনা বুঝবেন কী ভাবে? জেনে নিন। ফোনে কথা বলার সময় এই শব্দ শুনতে পাচ্ছেন?
অনুমতি ছাড়া কল রেকর্ডিং বেশিরভাগ দেশেই বেআইনি। ফোনের অপর প্রান্তের মানুষটির অনুমতি নিয়ে তবেই কল রেকর্ডিং করা যায়। যদিও এই নিয়ম মানেন না অনেকেই। গোপনে শুরু হয় কল রেকর্ডিং। আপনার ফোনও গোপনে রেকর্ড হচ্ছে কিনা বুঝবেন কী ভাবে? এই জন্য রয়েছে সহজ উপায়। এই টোটকা জানা থাকলে খুব সহজে কল রেকর্ডিং করলে হাতেনাতে ধরে ফেলা সম্ভব।
কল রেকর্ড করলে বেশিরভাগ সময় ফোনের অপর প্রান্তে বিশেষ বিপ সাউন্ড শোনা যায়। এই শব্দ শুনলেই বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে। একটি নির্দিষ্ট সময় অন্তর কলের মধ্যে এই শব্দ শোনা যাবে। যা শুনতে পেলে সাবধান হয়ে যাব। এমন কিছু বলবেন না যা রেকর্ড হলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন।
বেশিরভাগ দেশের গোপনে কল রেকর্ডিং বেআইনি: সম্প্রতি সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করেছে Google। ফলে এখন Play Store - এ এমন কোনও অ্যাপ নেই যা কল রেকর্ড করতে পারে। তবে Android ফোনে ইন বিল্ট কল রেকর্ডার ব্যবহার করে যে কেউ কল রেকর্ড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ফোনের অপর প্রান্তের মানুষটিকে জানিয়ে তবে শুরু হবে রেকর্ডিং।
Google - এর মতে গোপনে কল রেকর্ডিং গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন করে। এই কারণে না জানিয়ে কল রেকর্ডিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন সংস্থাটি। Truecaller - এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আগে কল রেকর্ড করা সম্ভব হলেও এখন আর তা করা যাচ্ছে না। শুধুমাত্র Google Dialer ব্যবহার করেই কল রেকর্ড করা যাবে। এই অ্যাপ থেকে কল রেকর্ডিং শুরু আগে ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে তা জানিয়ে দেওয়া হবে।
যদিও পুরনো কিছু ফোনের ডায়ালারে এখনও কল রেকর্ডিং ফিচার উপস্থিত রয়েছে। এই সব ফোনের ডিফল্ট ডায়ালার থেকে কল রেকর্ডিং করলে অপর প্রান্তে কেউ ঘুণাক্ষরেও টের পাবেন না। সেই সব ফোন থেকে আপনার কল রেকর্ড হলে কোনও ভাবেই তা বুঝে ওঠা সম্ভব নয়। এই কারণেই ফোনে যে কোনও কথা বলার আগে সাবধান হতে হবে। এমন কিছু ফোনে না বলা ভালো যা রেকর্ড হলে পরে সমস্যায় পড়তে পারেন।-এই সময়