শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৪:২৬

উঠতে বসতে সন্দেহ! সন্দেহপ্রবণ স্ত্রীকে সামলানোর ৫টি পরামর্শ

উঠতে বসতে সন্দেহ! সন্দেহপ্রবণ স্ত্রীকে সামলানোর ৫টি পরামর্শ

এক্সক্লুসিভ ডেস্ক: বিবাহিত জীবনে অনেক জটিলতা তৈরি হয়। এবার এমনটা হতে পারে যে স্ত্রী অহেতুক সম্পর্ক নিয়ে ভুল ভাবছে, সন্দেহ করছেন। সবসময়ই মনের ভিতর খটকা থাকে যে এবার কিছু বোধহয় সমস্যা হল। 

তবে সবসময় তেমনটা হয় না। কিন্তু মন সেই কথা শুনতে চায় না। কারণ আমাদের ভাবনাটাই খারাপ। কিন্তু কিছু সময় আমরা সঠিক পথে ভাবি। যেমন স্ত্রী সন্দেহ করলে, সম্পর্ক নিয়ে অনিশ্চিত হলে জীবন বরবাদ হয়, এটা একদম ঠিক কথা।

সবার ভাবনা একরকম হয় না। কিছু মানুষ বিষয়টিকে তলিয়ে দেখতে পছন্দ করেন। কিছুজন একবারে পাত্তাই দেন না। অপরদিকে একদল রয়েছেন যারা ঘটনাকে অতিরঞ্জক করে তোলেন। এবার এই মানুষগুলির থেকে বাঁচার চেষ্টা করতে হবে।

আপনার স্ত্রী কোনও ছোট একটি বিষয়কে মনে নিতে পারেন। তার মনে এরপর ঘুরতে পারে হাজার হাজার ঘটনা। সেখান থেকে জন্ম নেয় নানা জটিলতা। তাই আপনাকে অবশ্যই স্ত্রীর মানসিকতাকে সঠিক দিকে চালিত করতে হবে। কারণ এমন চিন্তা আপনাদের পক্ষে একবারেই ভালো নয়।

কিন্তু প্রশ্ন হল, স্ত্রী বারবার নিজেদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে, অনিশ্চিত বোধ করলে কী করবেন? এবার সেই প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে। আসুন সেই বিষয়টি সম্পর্কে জানা যাক। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা বাড়বে।

স্ত্রীকে বোঝান: আপনাকে সমস্ত বিষয়টি বলে বোঝাতে হবে। আপনি যদি তাকে এতদিনে এই নিয়ে পরিষ্কার করে বলে উঠতে না পারেন, তবে জটিলতা দেখা দিতে পারে। তাই তাকে অবশ্যই বোঝাতে হবে। আপনি সবকিছু ঠিকমতো মাথায় তার ঢুকিয়ে দিতে পারলেই অনায়াসে সমস্যার সমাধান করা সম্ভব যায়। তাই তাকে সময় দিন। কথা বলুন। তবেই মন ভালো থাকবে স্ত্রীর।

স্ত্রীর কথা শুনুন: আপনি শুধু নিজে বলে গেলেই হবে না। বরং তার কথাও শুনতে হবে। তবেই তিনি বুঝবেন যে আপনি তার পাশে রয়েছেন। নইলে আপনার অবহেলা এই বিষয়টিকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। তাই অহেতুক ঝামেলা বাড়াবেন না। বরং চেষ্টা করুন তার কথা শোনার।

স্ত্রীকে প্রাধান্য দিন: অনেক সময় মানুষ নিজের স্ত্রীকে প্রাধান্য দেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জিজ্ঞেস করতেও চান না। এই পরিস্থিতি কিন্তু বিরাট জটিলতা তৈরি করে। সেক্ষেত্রে তার মনে হতে পারে আপনি এই সম্পর্কে থাকতে চাইছেন না। তখন এই ধরনের সমস্যা তৈরি হয়। তাই এই ভুল আর নয়।

সততার সঙ্গে উত্তর: আপনার স্ত্রীর মনে হয়তো জমেছে নানা প্রশ্ন। এর কারণ আপনি নিজেও হতে পারেন। সেক্ষেত্রে সততার সঙ্গে সেই উত্তর দিন। আশা করছি বহু জটিলতার দ্রুত সমাধান আপনি করে ফেলতে পারবেন। তাই এবার থেকে তাকে এড়িয়ে না গিয়ে উত্তর দিয়ে ফেলুন। এভাবেই তাকে খুশি করতে পারবেন। মনে প্রবেশ করবে বিশ্বাস।

ঘুরতে যান: আপনার ঘুরতে চলে যেতে পারেন। একটু বেরিয়ে পড়ুন আশপাশে কোথাও। দেখবেন একে অপরের পাশে থাকলে অনেক জটিলতার দ্রুত সমাধান হচ্ছে। এমনকী স্ত্রীর যেখানে যেতে ভালো লাগলে সেখানেই যান। আশা করছি সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে পারবেন। ফলে চিন্তার আর কোনও কারণ নেই বললেই চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে