মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৭:৪৩

চাকরির ইন্টারভিউয়ে ভালো করার উপায়

চাকরির ইন্টারভিউয়ে ভালো করার উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: অনেকেই আছেন যারা একাডেমিক পরীক্ষাগুলোতে খুবই ভাল করে। কিন্তু চাকরির ইন্টারভিউয়ের খাতায় পায় শূণ্য। এমনটা হওয়ার কারণ হল একমাত্র আত্মবিশ্বাসের অভাব। তাই একটি চাকরির ইন্টারভিউয়ে অন্য কিছুই তেমনটা দরকার হয় না শুধু প্রয়োজন আত্মবিশ্বাস আর নম্রতার। তাছাড়া আরো কিছু পরামর্শ নিচে দেয়া হলো-

১। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে ড্রেস আপে নম্রতা আর ভদ্রতার ছাপ বজায় রাখবেন। এমন কোনো পোশাক পরবেন যেটাতে আপনাকে দৃষ্টিকটু দেখায়।

২। দৈহিক পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। ছেলেরা ক্লিন শেইভ করে যাবেন। মেয়েরা সাজগোজের ক্ষেত্রে অতিরঞ্জতা এড়িয়ে চলবেন।

৩। প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন যেন পরীক্ষকবৃন্দ দেখতে চাওয়ার সাথে সাথেই সেগুলো উপস্থাপন করতে পারেন।

৪। নির্দিষ্ট সময়ের পূর্বেই ইন্টারভিউ বোর্ডে পৌঁছানোর চেষ্টা করবেন।

৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল আত্মবিশ্বাস বজায় রাখুন যার ব্যাখ্যা এর আগেও দেয়া হয়েছে।

৬। সর্বোপরি ইন্টারভিউ বোর্ডের সবার সাথেই সৌজন্যতাবোধ বজায় রাখুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে