এক্সক্লুসিভ ডেস্ক: অপরাধিরা প্রয়োজনে ছাড়া পেয়ে যাক কিন্তু একজন ব্যক্তিও বিনা দোষে যাতে শাস্তি না পায় সে ব্যাপারে সকল দেশেরই প্রশাসন সজাগ। তবুও এক ব্যক্তি বিনা দোষে ৪৪টি বছর জেলে কাটিয়ে নির্দোষ প্রমানিত হয়েছেন।
আদালতে বিচারক যখন ঘোষণা করলেন, প্রিন্স জনসন খুন করেননি, তিনি নির্দোষ। তখন সে ৬০ বছরের বৃদ্ধ। রায় ঘোষণার তিনি কাঠগড়ায় অবিশ্বাসের ভঙ্গিতে দাঁড়িয়ে মাথা নাড়িয়েছেন। দুই হাত জড়ো করে প্রভুর উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। এজলাসে তখন প্রিন্সের গোটা পরিবারের চোখে পানি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির বাসিন্দা জনসন হাজতবাস হয়েছিল একটি নৃশংস খুনের মামলায়। আজ থেকে ৪৪ বছর আগে। ১৯৭১ সালে যখন জেল হয় তখন প্রিন্স জনসন ১৬ বছরের তাজা কিশোর। আইনের চোখে তিনি তখন নাবালক হলেও অপরাধের নৃশংসতায় তাকে সাবালক হিসেবেই বিচার করা হয়।
‘৭১ সালের দ্য মায়ামি হেরার্ল্ড-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৯৭০ সালে একটি আইসক্রিম ট্রাক লুট করার জন্য মার্টা রোমান নামে এক মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ছিল জনসন ও তার এক বন্ধুর বিরুদ্ধে। আঙুলের ছাপ দেখে জনসনকে গ্রেফতার করে পুলিশ।
সরকারি আইনজীবী তখন প্রিন্সের মৃত্যুদণ্ডের আবেদন করলেও বিচারক তাকে যাবজ্জীবন সাজা শোনান। সম্প্রতি প্রমাণিত হয়েছে, প্রিন্স খুন করেননি। খুনটা অন্য কেউ করেছিল। আসলে প্রিন্স সেদিন ডাকাতি বা খুনের ঘটনায় যুক্তই ছিলেন না। মায়ামি আদালতে নির্দোষ প্রমাণিত হন প্রিন্স জনসন। সূত্র: নয়াদিগিন্ত