এক্সক্লুসিভ ডেস্ক : ল্যাবে নারী সহকর্মী থাকা মানে বিরক্তি তৈরি হওয়া। হয় তারা আপনার প্রেমে পড়বে, নয়তো আপনাকে তাদের প্রেমে পড়তে বাধ্য করবে। আপনি যদি তাদের প্রেমে না পড়েন তাহলে তারা কান্না জুড়ে দেবে।
নারী সহকর্মীদের নিয়ে এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী স্যার টিম হান্ট। এ জন্য তাকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অনারারি প্রফেসরের পদ থেকেও সরে দাঁড়াতে হয়েছে। পদত্যাগ করলেও বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করেননি তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
বিজ্ঞানী টিম হান্ট ইউনিভার্সিটি কলেজ লন্ডনের লাইফ সায়েন্স অনুষদে কর্মরত ছিলেন। তিনি রয়েল সোসাইটির একজন ফেলো।
হান্টের এমন মন্তব্যে বিস্মিত ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউসিএল প্রথম বিশ্ববিদ্যালয় যারা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ভর্তির সমান সুযোগ দিয়েছিল। হান্ট যে পদত্যাগ করেছেন বিবৃতিতে তা নিশ্চিত করা হয়।
ক্যানসার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০০১ সালে মেডিসিনে নোবেল পুরস্কারপ্রাপ্ত হন বিজ্ঞানী টিম হান্ট। গত ৯ জুন লন্ডনে অনুষ্ঠিত নারী বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক সাংবাদিকদের এক কনভেনশনে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।
ল্যাবে নারী ও পুরুষদের আলাদা আলাদাভাবে কাজ করার পক্ষেও মত দেন তিনি।