এমটিনিউজ২৪ ডেস্ক : আফ্রিকার দেশ আলজেরিয়ায় কয়েক মিনিটের ব্যবধানে স্ত্রীদের ডিভোর্স দিয়েছেন তিন ভাই। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতেন না বলে ক্ষুব্ধ হয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিন ভাই একসঙ্গে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। সাধারণত যে সময়ে তারা বাড়ি ফিরতেন, সেদিন তারা তার আগেই চলে এসেছিলেন।
কিন্তু ঘরে ঢুকে তারা দেখেন, তাদের অসুস্থ মায়ের সেবা করছেন এক প্রতিবেশী। বাড়ির তিন বউয়ের কেউ নেই। এরপর প্রতিবেশীর কাছ থেকে তারা জানতে পারেন, প্রায় কোনো দিনই বউরা বাড়িতে থাকেন না। তখন হয় তিনি নয়তো বৃদ্ধার ছোট মেয়ে এসে মায়ের যত্ন করেন।
তিন ভাই জানান, তারা কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাদের বিবাহিতা বোন সপ্তাহে ২-৩ দিন তাদের বাড়িতে আসেন। মায়ের দেখাশোনা করেন।
অথচ বোনের স্বামী ক্যানসারে আক্রান্ত। তা সত্ত্বেও মায়ের জন্য সময় করে ছুটে আসেন, অসুস্থ মায়ের সেবা করেন। কিন্তু কয়েক দিন থেকে বোনের স্বামী বেশি অসুস্থ হওয়ায় তিনি আর মায়ের কাছে আসতে পারছেন না। তাই স্ত্রীদের মায়ের খেয়াল রাখার কথা বলেছিলেন তিন ভাই। কিন্তু কেউ সেই কথা রাখেনি। তাই তারা তাদের স্ত্রীদের ডিভোর্স দেন।