মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪২:৪৩

১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি!

১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি!

এক্সক্লুসিভ ডেস্ক : জার্মানিতে ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এক নারী যাকে ৮০ বছর আগে ফাইনাল পরীক্ষায় বসতে বাধা দিয়েছিল নাৎসি বাহিনি।

মিজ ইংগেবোর রাপোপোর্ট গত মাসে অবশেষে সর্বশেষ ধাপ একটি ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে খুব ভালোভাবে পাশ করেছেন।

হামবুর্গ ইউনিভার্সিটি তাঁর হাতে ডক্টরেট উপাধি তুলে দিয়েছে মঙ্গলবার।

রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিকেলের পড়াশোনা শেষ করেন। এবং এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল।

কিন্তু নাৎসি বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাঁকে আট দশক অপেক্ষা করতে হলো।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংগেবোর রাপোপোর্টের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়।

তাঁর মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ।

সুতরাং অ্যাডলফ হিটলারের শাসনামলে তার আইন অনুযায়ী ইহুদি হবার কারণে মিস রাপোপোর্টকে তখন ডক্টরেট ডিগ্রি দেয়া হয়নি।

গত মাসে হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক ইংগেবোর রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। তিনজন পরীক্ষকই খুবই অভিভূত হয়েছেন এত বছর বয়সেও মিস রাপোপোর্ট এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে।
৯ জুন,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমহক

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংগেবোর রাপোপোর্টের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে