শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ০৮:৫৫:২৯

কোনো কোচিং নয়, অধ্যবসায়ই তাকে করেছে শিক্ষা ক্যাডার

কোনো কোচিং নয়, অধ্যবসায়ই তাকে করেছে শিক্ষা ক্যাডার

এক্সক্লুসিভ ডেস্ক : তাসলিমা আক্তার, যিনি ইংরেজি বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থী থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে দখল করেছেন ষষ্ঠ আসন। অনেক শিক্ষার্থীর প্রত্যাশা এবং প্রাপ্তিতে থাকে একটা স্বপ্ন, জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যার নাম বিসিএস। ঠিক ওই ফলাফলের তালিকায় স্থান পেয়ে  বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
 
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছেন তাসলিমা। তবে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন মাস্টার্সের থিসিস জমা দেওয়ার পর যখন তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যুক্ত ছিলেন। প্রভাষক হিসেবে যুক্ত হওয়ার কিছুদিন পরই চাকরি ছেড়ে দিয়ে একটি বিসিএস ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন।  
 
একটি বেকার জীবনে অনেক তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন তিনি।  বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচ হওয়ার কারণে সিনিয়রদের কাছ থেকে বিসিএস নিয়ে জানাশোনার সুযোগ তেমন একটা হয়ে উঠেনি তাসলিমার। তবুও  স্বপ্ন থেকে পিছপা হননি তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীই নিজ নিজ জায়গায় সেরা এবং প্রচুর সম্ভাবনাময়।
 
পড়াশোনা চলাকালীন সময়ই সিদ্ধান্ত নিতে হবে পাঁচ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চাও। কোনো সিনিয়র এটা সেটা হয়েছে বলে আমাকেও এমনই হতে হবে তা নয় বরং তোমার ভেতরে হয়তোবা এর চেয়েও বিরাট কোনো সম্ভাবনা লুকায়িত আছে। নিজের ভেতরের মানুষটির কথা শোনো। যদি মনের গভীরে বিসিএসের জন্য টান অনুভব করো তাহলে আজ থেকেই বিসিএসের প্রিলি রিটেনের সিলেবাস নিয়ে পড়ার টেবিলে লেগে থাকো। অধ্যবসায় বিসিএসে সাফল্য এনে দিতে পারে।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে