এক্সক্লুসিভ ডেস্ক : ইংরেজিতে প্রবাদ আছে, ‘ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন’। ইনিংসের শুরুটা যদি ভালো না হয়, তবে লম্বা ইনিংসে পার্টনারশিপ গড়বেনই বা কেমন করে! তবে প্রথমবারেরটা মনের মধ্যে একটু উত্কণ্ঠা তো থাকেই। সেটাই আসল সময়ে পরিস্থিতি ঘেঁটে দিতে পারে। তবে আপনার সঙ্গিনীকে যদি বাগে ফেলতে চান, জেনে নিন ৫ টিপস-
১) ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন : মুখে যতটা না কথা বলবেন, আপনার চোখ-মুখ, শরীরি ভাষা তার চেয়ে অনেক বেশি কিছু আপনার সম্পর্কে আপনার সঙ্গিনীকে জানিয়ে দেবে। ফলে সেটা ঠক রাখা খুব দরকার। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন। হাত-পায়ের দিকে খেয়াল রাখতে গিয়ে সময়টাকে হারিয়ে ফেলবেন না। মনে করুন, বাড়িতে নিজের ড্রয়িং রুমে বসে আছেন।
২) ‘চুল তার কবেকার...’ একটা জিনিস মনে রাখবেন, যেকোনো লোক সবার প্রথমে পা এবং মাথা এই দু'টি জিনিস লক্ষ্য করেন। ফলে শুধু চকচকে জুতো হলেই চলবে না, চুলটাও একটু ভদ্রস্থ হতে হবে। যেমন হেয়ারকাটে আপনাকে সব থেকে ভালো মানায় তেমনটাই ট্রাই করুন।
৩) ফ্রেশ ব্রেথ ভীষণ জরুরি : ‘আরো কাছাকাছি, আরো কাছে এসো’, মনে মনে এই গান তো বাজতেই থাকবে। কিন্তু কাছে আসার আগে নিজের মুখের গন্ধটা একটু চেক করুন। হতে পারে সঙ্গিনীর কাছে আসার আগে এক গাদা পেঁয়াজ খেয়ে এসেছেন, ডিমও হতে পারে। তাতে ইমপ্রেশনের দফারফা। অনেকের মুখের দুর্গন্ধের সমস্যা থাকতে পারে। এটা কিন্তু একেবারেই বরদাশত করবেন না আপনার সঙ্গিনী। ফলে সব থেকে ভালো হয়, মুখে খানিকটা এলাচের দানা বা লবঙ্গ ফেলে রাখুন। এটা না হলে মিন্ট চিউয়িংগামও চলতে পারে।
৪) নিজের ওপর কনফিডেন্স রাখুন : কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের মধ্যে তফাতটা খুব সূক্ষ্ম ফলে নিজের ওপর কনফিডেন্স রাখুন, ওভার কনফিডেন্ট হয়ে পড়লে সঙ্গিনী আপনাকে নাচ উঁচু ভাবতে পারেন। আবার কনফিডেন্সের অভাব ঘটলে নার্ভাস হয়ে পড়লে নাচক হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। মনে রাখবেন, নিজের ওপর যদি বিশ্বাস না রাখেন তবে অন্যেরা বিশ্বাস রাখবেন কী করে!
৫) মধ্যপ্রদেশের খেয়াল রাখুন : স্বাস্থ্যবান হওয়া খারাপ কিছু নয়, তবে মধ্যপ্রদেশে বেশ খানিকটা বড় হলে প্রথমেই খানিকটা ধাক্কা খাবেন। মানে বুদ্ধিমত্তা তো পরে প্রকাশ পায়, আগে সবাই বহিরঙ্গটা দেখেন। ফলে মধ্যপ্রদেশে 'জায়গা-জমি' থাকলে তা খানিকটা কমান। যদি প্রথম দেখায় উতরে যায়, তবে দ্বিতীয়বারে সঙ্গিনীকে তাক লাগিয়ে দিন। এ চেষ্টাটাও যদি আপনার কাছের মানুষ দেখতে পারেন, তবে আপনার সম্পর্কে ধারণা ভালোই হবে।
৭ জুন,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম