মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:১৪

সেলফি’র বদলে এবার ড্রোনি

সেলফি’র বদলে এবার ড্রোনি

এক্সক্লুসিভ ডেস্ক : নিজের ছবি নিজে তুলতে ‘সেলফি’ খুবই জনপ্রিয়। তবে সহজে অন্য কারও সহযোগিতা ছাড়াই ছবি তোলার সুবিধা দিতে এবার বাজারে আসছে বিশেষ ড্রোন। এ ড্রোনের সহযোগিতায় ছবি তুললে তাকে ড্রোনি বলা হবে।

ভিডিও সাইট ভিমিও কর্তৃপক্ষ এমন ড্রোন তৈরির কথা জানিয়েছে। নিজে নিজে সেলফোনের উলটো দিক করে ধরে ছবি তোলার দরকার নেই। এজন্য ড্রোন ওড়ালেই চলবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোয় পরীক্ষামূলক বন্ধুদের সঙ্গে নিয়ে ড্রোন দিয়ে ছবি তোলেন ব্যবসায়ী অমিত গুপ্ত। এরপর ছবি তোলার ভিডিওটি তারা ইউটিউবে প্রকাশ করেন।

ইউটিউবে ভিডিওটি দারুণ সাড়া ফেলে। তবে ছবি তোলার এ স্বয়ংক্রিয় ডিভাইস সামরিক যুদ্ধে ব্যবহৃত ব্যয়বহুল ড্রোন নয়। খেলনা সদৃশ এ ড্রোনের মধ্যে বিশেষ কায়দায় বসানো আছে ক্যামেরা। এই ক্যামেরাগুলো বার্ডস আই ভিউয়ে ছবি তুলতে সক্ষম।

মূলত সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ব্যবহারকারীরা প্রচুর ছবি শেয়ার করে থাকেন। আর এর মধ্যে সেলফির সংখ্যাও কম নয়। ফলে আরও আয়েশে সেলফি মানের ছবি তোলা নিয়ে প্রযুক্তি নির্মাতারা গবেষণা অব্যাহত রেখেছেন।

ভিমিও ডট কমের কমিউনিটি উন্নয়ন ব্যপস্থাপক আলেকজান্দ্রা দাও জানান, সেলফি তোলার ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠায় সহজে কীভাবে কাজটি করা যায় তা নিয়ে গবেষণার ফলই হচ্ছে এ ড্রোন। আশা করছি, সেলফির চাহিদা পূরণে দারুণ বিকল্প হয়ে উঠবে ড্রোনি। তবে এ ধরনের ড্রোনের দাম কত হবে বা কবে নাগাদ বাজারে আসবে তা জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে