বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৬:০৩:৫৭

যে কারণে বিমানের জানালা গোলাকার হয়

 যে কারণে বিমানের জানালা গোলাকার হয়

এক্সক্লুসিভ ডেস্ক : আকাশপথে বিমান ভ্রমণের সময় হয়তো অনেকের মনে হতে পারে, বিমানের জানালাগুলো বর্গাকার না হয়ে গোলাকার হয় কেন?
বিমান ইঞ্জিনিয়াররা বছরের পর বছর গবেষণা করে বিমান প্রযুক্তিতে অনেক আধুনিকতা নিয়ে এসেছেন।

ফলে আকাশপথে বিমান এখন অনেক বেশি যাত্রী পরিবহনে সক্ষম।  যুগের সাথে নিরাপত্তা সুবিধাসহ বিমানের আকৃতিতে নানা পরিবর্তন আনা হচ্ছে।

১৯৫০ সালের বিমান বা উড়োজাহাজগুলোর জানালার আকৃতি ছিল বর্গাকার। ১৯৫৩ সালে এ ধরনের দুটি উড়োজাহাজ আকাশেই ক্রাশ করে এবং যাত্রীদের প্রাণহানি হয়।

উড়োজাহাজ দুটির দুর্ঘটনার কারণ ছিল, বর্গাকার জানালা! বিমানের জানালা বর্গাকার আকৃতি মানে, সেখানে চারটি কোনা থাকা, যার মানে চারটি দুর্বল জায়গায় থাকা।  যা সামান্য চাপে সহজেই ভেঙে যেতে পারে।  

এ ব্যাপারে ইউটিউব চ্যালেন রিয়েল ইঞ্জিনিয়ারিং তাদের একটি ভিডিওতে কিছু তথ্য প্রকাশ করে জানিয়েছে, বিমানে কেন বর্গাকার জানালা থাকাটা উচিত না।

গোলাকৃতি জানালা হলে দুর্বল স্থান তৈরির কোনোরকমের ঝুঁকি থাকে না।  এ কারণেই বিমানের জানালা সব সময় গোলাকৃতির হয়ে থাকে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে