বুধবার, ২২ মার্চ, ২০২৩, ০১:৪১:৫২

আন্তর্জাতিক আদালতে নারী ব্যারিস্টার কে এই বাংলাদেশি

আন্তর্জাতিক আদালতে নারী ব্যারিস্টার কে এই বাংলাদেশি

এক্সক্লুসিভ ডেস্ক : নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে বাংলাদেশি নারী হিসেবে কাজ করার সুযোগ পান ফাবিআইয়া হাসান। জন্ম ঢাকায়। বাবা কমোডর কাজী কামরুল হাসান। ছিলেন নৌ-বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশের আইন সংস্কারে কাজ ও নারীর অধিকার নিয়েও কাজ করতে আগ্রহী এ ব্যারিস্টার।

বাবার পোস্টিংয়ের কারণে অনেক স্কুল পরিবর্তন করতে হয়েছে। যেতে হয়েছে এক শহর থেকে আরেক শহরে। পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়ামে। সেখান থেকে ও লেভেল, এ লেভেল শেষ করে আইন বিষয়ে ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব লন্ডনে।

২০২০ সালে ইংল্যান্ডের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাস করেন ফাবিআইয়া। ব্যারিস্টারি শেষ করে তিনি বিশ্বের বিখ্যাত মানুষদের জীবনী পড়েন। মানবাধিকারের পক্ষে লড়াই করার ব্রত নিয়ে ব্যারিস্টারি পড়েন।

২০২০ সালে ইংল্যান্ডের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাস করেন। ব্যারিস্টারি শেষ করে তিনি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে বাংলাদেশি নারী হিসেবে কাজ করার সুযোগ পান।

সেখানে তিনি ছয় মাস লিগ্যাল ইন্টার্ন হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে আসেন। এখন কাজ করছেন মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক প্রকল্পে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে