এক্সক্লুসিভ ডেস্ক : বিমান নামিয়ে আনলো মৌমাছি! এমন কথা একেবারেই বেমানান মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। তবে এ ক্ষেত্রে পার্থক্যটা অন্যরকম।
যান্ত্রিক গোলযোগ বা বোমাতঙ্ক নয়, একটি মৌমাছি-ই জরুরি অবতরণ করাতে বাধ্য করে বিমানকে! নিরাপত্তার খাতিরে বিমানটি অবতরণ করেন পাইলট।
লন্ডনের সাদাম্পটনে নজিরবিহীন এ ঘটনায় শোরগোল পড়ে যায়।
বিই ৩৮৪ বিমানটি সবেমাত্র সাদাম্পটন বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড়তে শুরু করে। কিছু দূর এগোতে না এগোতেই পাইলটকে জরুরি অবতরণের জন্য সঙ্কেত পাঠাতে হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে।
যাত্রীরা তখনো কিছু বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ পাইলটের জরুরি অবতরণ যাত্রীদের শঙ্কায় ফেলে দেয়। প্রথমে যান্ত্রিক গোলযোগ মনে করেই বিমানকে নামিয়ে আনেন পাইলট। বিমান নামামাত্রই ইঞ্জিনিয়াররা ছুটে আসেন বিমানে।
তন্ন তন্ন করে খুঁজতে থাকেন কোথায় কি সমস্যা। বিমানের সবকিছু পরীক্ষা করে দেখলেন, সবই তো ঠিক আছে! এ খতা জানিয়ে দিলেন ইঞ্জিনিয়াররা। তাহলে সমস্যাটা কোথায় তা নিয়ে মরিয়া সবাই। ঠিক এমন সময় দেখা গেল বিমানের বাইরের যন্ত্রাংশে একটি কালো-হলুদ রঙের একটি মৌমাছি বাসা বেঁধেছে।
বিষয়টি যখন দিনের আলোর মতো পরিষ্কার তখন যাত্রীদের একাংশের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, একটা মৌমাছির কারণে বিমান অবতরণ! কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ যে বিমানটি নামিয়ে আনতে বাধ্য হয়েছেন সে কথাও জানানো হয় যাত্রীদের। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নেন বিমান কর্তৃপক্ষ।