এক্সক্লুসিভ ডেস্ক : মেধা ও মনন থাকলে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এমনি অদম্য মেধাবী মমিনুর ইসলাম। বাবা দিনমজুর। অর্থনৈতিক সংকট পড়াশোনার খরচ জোগাতে বাধা হয়ে দাঁড়ায়। দারিদ্র্যতার এ বাধা অতিক্রম করেছেন মমিনুর। পড়াশোনার খরচ জোগাতে দিনমজুরের কাজ ও রিকশা চালিয়েছেন তিনি।
নিজের যোগ্যতায় প্রভাষক পদে চাকরি পেয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার করেন মমিনুর। এ কারণে চলতি বছর তিনি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক (এনটিআরসি) কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিষয়ে প্রভাষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এখন স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হওয়ার। এ জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছেন মমিনুর। সংগ্রামী এই যুবকের বাড়ি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যেকুমরপুরের সফপাড়া গ্রামে। তার বাবার নাম মো. নুর ইসলাম ও মা ময়না বেগম। তিন ভাই-বোনের মধ্যে মমিনুর সবার বড়।
সদরের মধ্যেকুমরপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০১১ সালে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মমিনুর রহমান খেত-খামারে কাজ ও রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে ভর্তি হয়েছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক শ্রেণিতে। তিনি ইংরেজি বিষয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আর্থিক সংকটে পড়েন। বার বার ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছেন।
দারিদ্র্যতার কারণে দফায় দফায় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও দৃঢ় মনোবল আর পরিশ্রম করে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন তিনি। আর পড়াশোনা শেষে সংগ্রামী এই যুবক জেলা শহরের আলিয়া মাদ্রাসায় প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।
রিকশাচালক থেকে তিনি এখন ইংরেজি বিষয়ের প্রভাষক। ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার করেন মমিনুর। এ বছর ১০ মার্চ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ের প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন তিনি। মমিনুরের সফলতার গল্প কোনো সাধারণ ঘটনা নয়। তার সাফল্যে খুশি স্থানীয়রা।