শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০২:৩০:৪৬

মেয়েদের স্বামী হিসেবে পছন্দ কোন পেশার মানুষ?

মেয়েদের স্বামী হিসেবে পছন্দ কোন পেশার মানুষ?

এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টিকর্তার হুকুম ছাড়া মানুষের বিয়ে হয় না, কথাটি যেমন সত্য, তেমনি বলা হয় বিয়ে শুধু দুই মানুষের মিলন নয়। এটি দুই পরিবারের মিলন। বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষের আশা-আকাঙ্ক্ষা। বলা হয় লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না।

তাই বিয়ের আগে ভাবনা চিন্তাও অনেক করতে হয়৷ অনেকেই বলেন কেমন ছেলে পছন্দ বা কেমন মেয়ে পছন্দ। বেশির ভাগই তাদের পছন্দ বলেন। নিজেদের পছন্দের পেশার কথা জানান। বেশিরভাগই এটা ভাবেন যে কোন পেশার সঙ্গে তাদের মনের মিল বেশি হবে।

যেমন ধরা যাক, কেউ যদি ডাক্তার হন তিনি ডাক্তার বা পুলিশ পাত্রই চান। কারণ দুটি পেশাই ব্যস্ততার। ফলে একে অপরের কাছে সময় দেওয়া নিয়ে কোনও সমস্যা হয় না। কেউ যদি চুটিয়ে সংসার করতে চান, তিনি একটু কম ব্যস্ত পাত্র খুঁজবেন।

যাতে সারাদিন তাকে একা থাকতে না হয়। আবার সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত, তারা একই পেশার পাত্র খোঁজেন। আবার সব পেশার ক্ষেত্রেই এটা হতে পারে যে, কর্মক্ষেত্রে কারও সঙ্গে প্রেম হয়ে গেল। সেখান থেকেই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন।

মোদ্দা কথা হলো, যে যেমন সে তেমনই পাত্র খোঁজে। যেমন একজন বইপ্রেমী আরেকজন বইপ্রেমীকে খোঁজেন, সিনেমাপ্রেমীও তাই। কিংবা একজন অন্তর্মুখীন মানুষ কখনওই এক্সট্রোভার্টকে চাইবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে