এক্সক্লুসিভ ডেস্ক : লেখাপড়ায় ভালো রেজাল্টের জন্য প্রয়োজন মনোযোগী হওয়া। কিন্তু শিশুরা পড়ালেখায় মনোযোগী হতেই চায় না। এ সমস্যার সহজেই সমাধান হতে পারে তিন টোটকায়।
শিশুরা পড়াশোনায় তখনই মনোযোগ বেশি পায় যখন পড়ার জন্য শিশুরা পাবে রকমারি চমক। অভিভাবকদের তাই সব সময় এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন ধরনের চমকের মধ্যে অভিভাবকরা প্রথমে যে কাজটি করতে পারেন তাহলো শিশুদের পছন্দের খাবারের লোভ দেখানো। শিশু যে খাবারটি বেশি পছন্দ করে পড়াশোনায় মনোযোগী হলে তাকে সে খাবারটি বাড়িতে তৈরি করে দিতে পারেন।
এছাড়া পুরস্কার হিসেবে তাকে গল্পের বই, নতুন পোশাক কিংবা খেলনা কিনে দিতে পারেন। আপনার সন্তান যদি ঠিক মতো হোমওয়ার্ক না করে বা পড়াশোনা করতে না চায়, তাহলে ভবিষ্যতে এর কুফল কী হবে তার ধারণা আগে থেকেই শিশুকে দিতে চেষ্টা করুন।
হোম ওয়ার্ক কিংবা পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য শিশুকে সুন্দর কোনো স্থানে বেড়াতে নিয়ে যেতে পারেন। এতে শিশুর মন যেমন ভালো থাকবে, তেমনি পুরস্কার পাওয়ার কারণে শিশুর পড়ার প্রতি ঝোঁক নিজে থেকেই বাড়তে শুরু করবে। সূত্র: এই সময়