শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:০৯:২৯

গরমে বিছানার চাদর পরিবর্তনে হবে ভালো ঘুম!

গরমে বিছানার চাদর পরিবর্তনে হবে ভালো ঘুম!

এক্সক্লুসিভ ডেস্ক : গরমে ঘুমোতে পারছেন না। বাচ্চাদের নিয়ে হাঁসফাঁস করছেন? এতে একেবারে নাজেহাল অবস্থা। রাতে যে একটু শান্তিতে ঘুমাবেন তারও কোনো গ্যারান্টি নেই। বিছানায় গা দিতেই ঘুম উধাও। তাকিয়ে থেকেই রাত কেটে যাওয়া। তাহলে উপায়?

দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং আপনার বেডরুমে অল্প পরিবর্তনেই হবে সমস্যার সমাধান। জেনে নিন  তাহলে কী করবেন বা কি করতে হবে?

এই গরমকালে অবশ্যই বিছানায় ব্যবহার করুন সুতির চাদর। এক্ষেত্রে রং বাছুন হালকা। সাদা কিংবা হালকা হলুদ ব্যবহার করলে সব থেকে ভালো।

সারাদিনের পর সন্ধ্যা হলেই বিছানার চাদর বদলে ফেলুন। এতে বিছানায় একটা ফ্রেশ ফিল আসবে। দেখবেন ঘুম ভালো হবে।

শোয়ার আগে বালিশে এবং বিছানার চাদরে হালকা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করুন। দেখবেন এতে ঘুম ভালো হবে।

গরমকালে কখনই গাঢ় রঙের বিছানার চাদর ব্যবহার করবেন না। এতে আরও গরম লাগবে। এসি চালালে হালকা একটা চাদর গায়ে রাখুন। এই চাদরের রংও যেন হয় হালকা।

ঘরের পর্দার সঙ্গে রং মিলিয়ে বিছানার চাদর ব্যবহার করুন। এতে ঘরের মধ্যে একটা সুন্দর আবহ তৈরি হবে। দেখবেন ভালো ঘুম হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে