মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৭:৫১

পৃথিবী বাঁচানোর হাতে সময় আছে মাত্র ৬ মাস!’

পৃথিবী বাঁচানোর হাতে সময় আছে মাত্র ৬ মাস!’

এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টির সৃষ্টিকর্তা মহান আল্লাহ।  কখন পৃথিবী ধ্বংস হবে একমাত্র তিনিই ভালো জানেন।  তার কাছেই সর্বময় ক্ষমতা।  তিনি যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন।  কিন্তু জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষক জেফরে স্যাশ পৃথিবী ধ্বংসের বার্তা দিয়েছেন।

তার মতে, হাতে রয়েছে আর মাত্র ছ'টা মাস।  তারপরই হবে সৃষ্টির বিনাশ, যা করার করে ফেলতে হবে এই  ছ’মাসেই।  পরিচিত কোনো শান্তির শেল্টার থাকলে এখনই ব্যবস্থা করে রাখুন।

গোটা পৃথিবীর জন্য সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছ'টা মাস।  কারণ সৃষ্টির বিনাশ, না নবজন্ম, কী চাই আমরা, ঠিক করে নিতে হবে আমাদেরই।  এই  ছ’মাসেই এমন কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে বিভিন্ন দেশের সরকার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঠিক করে দেবে বসুন্ধরার ভবিষ্যত্‍‌, বলছেন জেফরে স্যাশ।

দ্য আর্থ ইনস্টিটিউটের অধিকর্তা স্যাশের মতে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরের তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকেই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর শেষ সুযোগ পাবে এই প্রজন্ম।  ইথিওপিয়ার রাজধানী আদিস আদাবায় উন্নয়নে অর্থলগ্নি বিষয়ক বৈঠক, নিউইয়র্কে সাসটেনেবল ডেভেলপমেন্ট প্রস্তাব গ্রহণের বৈঠক ও প্যারিসে জাতিসংঘের পরিবেশ পরিবর্তন সম্মেলনের কথা বলতে চেয়েছেন স্যাশ।

বিশ্বজুড়ে দারিদ্র্য ও পরিবেশ পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে এই তিন বৈঠকই মানবজাতির কাছে শেষ অস্ত্র বলে মনে করেন তিনি।  স্যাশ বলেছেন, 'শেষপর্যন্ত সময় এসে গেছে- এই ছ’মাসের কথা আমরা এত বছর ধরে বলে আসছিলাম, এখন আমরা সেই ছ’মাসের মুখোমুখি দাঁড়িয়ে।  সবকিছু ঠিকঠাক করার এটাই শেষ সুযোগ এই প্রজন্মের কাছে।  কয়েক দশক পর পর আসে এই কূটনৈতিক সুযোগ।  আগামী  ছ‘মাসে আমাদের সফল হতেই হবে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পরামর্শদাতা প্রখ্যাত অর্থনীতিবিদ জেফরে স্যাশ।  মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গঠনে তিনি বিশেষ সহায়তা করেছেন।  সূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে